ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়াতে পারেন ফেদেরার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ৬ জুন ২০২১  
ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়াতে পারেন ফেদেরার

হাঁটুর অস্ত্রোপচার করালেও ঝুঁকি কমেনি। তাই উইম্বলডন সামনে রেখে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিতে পারেন রজার ফেদেরার।

শনিবার সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে ডোমিনিক কোয়েফারকে তৃতীয় রাউন্ডে হারান সুইশ তারকা। হাঁটুর দুইবার অস্ত্রোপচার করানোর পর কোর্টে ফিরে এটি ছিল তার মাত্র ষষ্ঠ ম্যাচ।

আরো পড়ুন:

৩৯ বছর বয়সী ফেদেরারের সোমবার শেষ ষোলোতে মাত্তেও বেরেত্তিনির মুখোমুখি হওয়ার কথা। কিন্তু ম্যাচটি নাও খেলতে পারেন তিনি। বিশ্রাম নেওয়ার উপযুক্ত সময় এখনই কি না রোববার (৬ জুন) দিন শেষে এই সিদ্ধান্ত নেবেন।

২০২০ সালের জানুয়ারি থেকে এ নিয়ে তৃতীয় টুর্নামেন্টে খেলছেন অষ্টম বাছাই ফেদেরার। রোলাঁ গারোঁর চেয়ে তার চোখ এখন উইম্বলডনে। চলতি মাসের শেষ দিকে তিনি নামবেন প্রিয় ঘাসের কোর্টে।

২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী বলেছেন, ‘গত কয়েক ম্যাচ ধরে আমি গভীরভাবে নিজেকে বিশ্লেষণ করছি, কী হতে পারে পরবর্তীতে। রোববারও ঠিক এমন কিছুই ভেবে সিদ্ধান্ত নিবো যে আমরা খেলে যাওয়া উচিত কি না। এই মুহূর্তে খেলা বেশি ঝুঁকিপূর্ণ কি না কিংবা বিশ্রাম নেওয়ার উপযুক্ত সময় কি না?’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়