ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এক বছর নিষিদ্ধ ও আর্থিক জরিমানা তিন শ্রীলঙ্কান ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৩১ জুলাই ২০২১  
এক বছর নিষিদ্ধ ও আর্থিক জরিমানা তিন শ্রীলঙ্কান ক্রিকেটারের

যুক্তরাজ্যে বায়ো-বাবল ভেঙে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকবেলা।

শুক্রবার এই নিষেধাজ্ঞা দেয় শ্রীলঙ্কা ক্রিকেট। ছয় মাসের জন্য ঘরোয়া ক্রিকেটও খেলতে পারবেন না তারা। একই সঙ্গে প্রত্যেকের ১ কোটি শ্রীলঙ্কান রুপি আর্থিক জরিমানাও করা হয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে আরও এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাও রয়েছে। আগামী দুই বছরের মধ্যে নিয়ম ভাঙলে এই শাস্তিও বাস্তবায়ন করবে বোর্ড। শাস্তি কাটানোর সময়টায় বোর্ডের প্রস্তাবিত চিকিৎসকদের কাছে নিয়মিত কাউন্সিলিং করাতে হবে তিন ক্রিকেটারকে।

জুনে ইংল্যান্ড সফরে ডারহামে বায়ো-বাবল ভেঙে রাস্তায় দেখা গিয়েছিল ত্রয়ীকে। টুইটারে তাদের একটি ভিডিও ছড়িয়ে যায়। এরপর দল থেকে বহিস্কার করে তাদের দেশে ফেরত পাঠানো হয়। তাদের শাস্তির জন্য সাবেক বিচারপতিকে প্রধান করে একটি কমিটি তৈরি করা হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে শুক্রবার শাস্তি দেয় কমিটি।

ঢাকা/ইয়াসিন 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়