ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাকিবের প্রথম...

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ৯ আগস্ট ২০২১  
সাকিবের প্রথম...

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ৮৪তম ম্যাচে খেলতে নেমে নতুন এক অভিজ্ঞতা হলো সাকিব আল হাসানের। প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এলবিডব্লিউ হলেন। সব মিলিয়ে ৩০৮ টি-টোয়েন্টি ইনিংসে চতুর্থবার এলবিডব্লিউ হলেন বাঁহাতি ব্যাটসম্যান।

এর আগে ৮২ ইনিংসে সাকিব নট আউট ছিলেন ১০ বার। বাকি ৭২ ইনিংসে কখনো এলডব্লিউ হননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে সাকিবকে এ তিক্ত স্বাদ নিতে হলো।

আরো পড়ুন:

টি-টোয়েন্টিতে সাকিব ক্যাচ আউট হয়েছেন ৫১ বার। বোল্ড হয়েছেন ১৭ ইনিংসে। এছাড়া রান আউট হয়েছেন ৪ ইনিংসে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে সাকিবকে রান পেতে কঠিন সংগ্রাম করতে হয়েছে। ২০ বলে মাত্র ১১ রান করেন। জাম্পার করা দশম ওভারের শেষ বল অন সাইডে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন সাকিব।

সিরিজে ব্যাট হাতে নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব। প্রথম টি-টোয়েন্টিতে ৩৩ বলে ৩৬ রান করেন। পরের দুই ম্যাচে ১৭ বলে ২৬ রানের দুটি ইনিংস উপহার দেন। চতুর্থ ম্যাচে ২৬ বলে তার ব্যাট থেকে আসে ১৫ রান। শেষটায় সাকিব আরো বিবর্ণ।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়