ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মনোবল হারাচ্ছে না ভারত, ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ২৭ আগস্ট ২০২১   আপডেট: ১০:১৪, ২৭ আগস্ট ২০২১
মনোবল হারাচ্ছে না ভারত, ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

জো রুটের টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরিতে হেডিংলিতে চালকের আসনে ইংল্যান্ড। ভারতকে ৭৮ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংস তারা ঘোষণা করেছে ৮ উইকেটে ৪২৩ রানে। স্বাগতিকদের লিড ৩৪৫ রানের। ইনিংস হারের শঙ্কায় থাকলেও ভারত মনোবল হারাচ্ছে না, এই টেস্টে ঘুরে দাঁড়ানোর এখনো সময় আছে বললেন পেসার মোহাম্মদ শামি।

রুটের ২৩তম সেঞ্চুরিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে ম্যাচে পুরোপুরি আধিপত্য দেখাচ্ছে ইংল্যান্ড। দিনের খেলা শেষে শামি বললেন, ‘এটা মানসিকভাবে তেমন কিছু নয়। আমরা তিন দিনে এমনকি দুই দিনেও খেলা শেষ করেছি। কখনো এমন সময় আসে যখন আপনার দিন খারাপ যায়। কিন্তু মনোবল হারানোর কোনো কারণ নেই। এখনো দুই ম্যাচ হাতে আছে। আমরা সিরিজে ১-০ তে এগিয়ে। আমাদের দক্ষতায় বিশ্বাস করতে হবে এবং নিজেদের ওপর আস্থা রাখতে হবে।’

ভারতীয় পেসার জানান, ইংল্যান্ডের ব্যাটসম্যানদের লাগাম টেনে ধরার চেষ্টা করে যেতে হবে সফরকারী বোলারদের। কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না।

শামি বললেন, ‘এটা আপনার দায়িত্ব, এমনকি যখন বড় জুটি তৈরি হবে, আপনার উচিত হবে না হাল ছেড়ে দেওয়া। আপনাকে উইকেট নেওয়ার চেষ্টা করতে হবে। পরিকল্পনা করতে হবে কীভাবে ব্যাটসম্যানকে আউট করা যায়। হাল ছেড়ে দিলে জুটি কেবল আরো শক্তিশালী ও বড় হতে থাকবে। আর যদি একটা ব্রেক থ্রু আনতে পারেন, তাহলে দলের জন্য অনেক রাস্তা খুলে যাবে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়