ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আমরা ভুক্তভোগী: স্কালোনি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৮:০৪, ৬ সেপ্টেম্বর ২০২১
আমরা ভুক্তভোগী: স্কালোনি

ব্রাজিল ও আর্জেন্টিনার মহারণ দেখতে অধীর অপেক্ষায় যারা ছিলেন, তাদের হতাশ করলেন ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ আনভিসা। দেশটিতে ঢুকে কোয়ারেন্টাইন নিয়ম ভেঙেছেন অতিথি দলের চার খেলোয়াড়, এমন অভিযোগে ম্যাচ চলার সময়ই স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে ঢুকে তাদের জোর করে তুলে নিতে গেলে গণ্ডগোল বাধে। শুরুর ১১ মিনিট পর ম্যাচ স্থগিত করে দেওয়া হয়। এমন বিতর্কিত কাণ্ডে ব্রাজিলকে একহাত নিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

ব্রাজিলের কোভিড কোয়ারেন্টাইন নিয়ম লংঘনের অভিযোগ আনা হয়েছে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, মিডফিল্ডার জিওভানি ল চেলসো ও ফরোয়ার্ড এমিলিয়াও বুয়েন্দিয়ার বিরুদ্ধে। প্রথম তিন জনকে একাদশে রেখে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসিস্পোর্টস চ্যানেলকে স্কালোনি বলেন, ‘এই ঘটনা আমাকে কষ্ট দিয়েছে, আমরা ভুক্তভোগী এই কারণে যে আমরা খেলতে চেয়েছিলাম। ব্রাজিলিয়ান খেলোয়াড়রাও খেলতে চেয়েছিল এবং খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল।’

আর্জেন্টিনা কোচ আরও বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে দুই দল মুখোমুখি হয়েছিল, এটা ছিল প্রত্যেকের জন্য উৎসবের।’

নিজ দলের খেলোয়াড়দের সমর্থনে স্কালোনি বলেন, ‘আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। আমি চাই আর্জেন্টিনার লোকজন জানুক, আমরা কিসের মধ্যে দিয়ে গেলাম। কোচ হিসেবে আমার খেলোয়াড়দের রক্ষা করার দায়িত্ব আমার কাঁধে। যদি কেউ মাঠে ঢুকে বলে যে আমার খেলোয়াড়কে তাড়িয়ে দিবে, সেটার সুযোগ একদমই দেওয়া যাবে না।’

স্কালোনি আরও জানান, ওই চার খেলোয়াড় খেলতে পারবেন না, এমনটা কেউ কখনো জানায়নি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়