ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাকিবের সঙ্গে সুর মেলালেন লিটন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২২:৫৪, ৬ সেপ্টেম্বর ২০২১
সাকিবের সঙ্গে সুর মেলালেন লিটন

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অনায়াসে জয় পায় বাংলাদেশ। ম্যাচের নায়ক ছিলেন সাকিব আল হাসান। বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ২৫ রান করে হয়েছিলেন নায়ক। ম্যাচ শেষে জানান, মিরপুরের কঠিন উইকেটে বড় শট খেলার চেয়ে সিঙ্গেল রান নেওয়ার দিকে মনোযোগী হতে হবে। তার মতে, এক-দুই রান নিতে পারলে মিরপুরের উইকেটে লড়াকু পুঁজি পাওয়া সম্ভব। সাকিবের সেই কথায় আজ সুর মেলালেন ওপেনার লিটন।

প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে ৩৩ ও তৃতীয় ম্যাচে ১৫ রান করেন এই ডানহাতি ওপেনার। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারছেন না। তবে ভালো করার রসদ খুঁজে পেয়েছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে লিটন বলেন, ‘যেহেতু লো স্কোরিং ম্যাচ হচ্ছে, স্কোর করাটা এত সহজ না। বাউন্ডারি মারাটা আরও কঠিন, ওভার বাউন্ডারি বা এমনি বাউন্ডারি মারাটাই অনেক কঠিন। আমার কাছে মনে হয় সিঙ্গেলে একটু বেশি ফোকাস করতে হবে। রানিং বিটুইন দ্য উইকেটে একটু বেশি ফোকাস করতে হবে।’

নিজেদের চিরচেনা কন্ডিশন নিজেদেরই কঠিন লাগছে বললেন লিটন, ‘ব্যাটিং কন্ডিশন একটু তো চ্যালেঞ্জিং কারণ গত তিনটা ম্যাচেই দেখেন লো স্কোরিং ম্যাচ হয়েছে। আমরা না শুধু, তাদের ব্যাটসম্যানরাও ভুগছে। এটা তো চ্যালেঞ্জিং বিষয় কারণ টি-টোয়েন্টিতে সবসময় মানসিকতা থাকে বড় স্কোর করার বা স্ট্রাইক রেটটা ঠিক রাখার। যেহেতু এ জিনিসটা হচ্ছে না খেলাটা এভাবেই পাল্টাতে হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে এরকম উইকেটে ম্যানেজ করে নেওয়া একটু কঠিন। কারণ প্রতিটি ব্যাটসম্যানই একটু আক্রমণাত্মক মেজাজে থাকে।’

সোমবার ব্যাট-বল থেকে দূরে ছিলেন ক্রিকেটাররা। ফিটনেস ট্রেনিং করে সময় কাটিয়েছেন তারা। সামনে লম্বা সময়ের জন্য ফিটনেসে যত্ন নেওয়ার তাগিদ দিলেন লিটন, ‘ফিটনেস তো অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা যেখানে খেলছি এখানে প্রচন্ড গরম আবহাওয়া, নিজেকে ওভাবে মেইন্টেইন করতে হচ্ছে। আমার কাছে যেটা মনে হয় শরীরের বিশ্রামটা খুব দরকার। এ জন্য আমরা সবাই ফিটনেসে অনেক মনোযোগ দিচ্ছি, জিম করছি।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়