ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিশ্বকাপে পাকিস্তানের কোচ সাকলাইন মুশতাক!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২১  
বিশ্বকাপে পাকিস্তানের কোচ সাকলাইন মুশতাক!

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণার দিনই পদত্যাগ করেন প্রধান কোচ মিসবাহ উল হক। নিউ জিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে সীমিত ওভারের সিরিজে তার উত্তরসূরি হওয়ার কথা ছিল সাকলাইন মুশতাকের। সিরিজ বাতিল হওয়ায় দায়িত্ব নেওয়া লাগেনি তার। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রধান কোচ নির্বাচিত হতে যাচ্ছেন লিজেন্ডারি অফস্পিনার।

৪৯ টেস্টে ২০৮ উইকেট নেওয়া সাকলাইন এখন ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের ইন্টারন্যাশনাল প্লেয়ার ডেভেলপমেন্টের প্রধান। তাকে কোচ হিসেবে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিক ঘোষণা দিবে পিসিবি সভাপতি রমিজ রাজার অনুমোদনের পরই।

এর আগে রমিজ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথু হেইডেন ও সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ভার্নন ফিল্যান্ডারকে জাতীয় দলের ব্যাটিং ও বোলিং পরামর্শক নিয়োগ দেন।

৬ অক্টোবর লাহোরে পা রাখবেন ফিল্যান্ডার। আইপিএলে বর্তমানে বিশ্লেষক হিসেবে কাজ করা হেইডেন দুবাইতে দলের সঙ্গে যোগ দিবেন। ১৫ অক্টোবর লাহোর থেকে দুবাইতে রওনা হবে ক্রিকেট দল।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়