ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

মেসি-রোনালদো মিলেও যেখানে জর্ডানের ধারেকাছে নেই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ৫ অক্টোবর ২০২১  
মেসি-রোনালদো মিলেও যেখানে জর্ডানের ধারেকাছে নেই

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের মহাতারকা। প্রায় দুই দশক ধরে তারা দাপট দেখাচ্ছেন। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়ের তালিকায় তারা দুজন আছেন উপরের দিকে। দুজন মিলে জিতেছেন ১১টি ব্যালন ডি’অর। সবচেয়ে ধনী খেলোয়াড়ের তালিকাতেও তারা শীর্ষে। কিন্তু সম্মিলিত আয়ে তারা দুজন নেই বাস্কেটবল লিজেন্ড মাইকেল জর্ডানের ধারেকাছে। নেট মূল্যের হিসাবে আমেরিকান লিজেন্ড দুজনের চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে।

শিকাগো বুলসের হয়ে ছয়টি এনবিএ চ্যাম্পিয়নশিপ জেতা জর্ডান নিঃসন্দেহে সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড়। ছয়বার ফাইনালসের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ২০০৩ সালে অবসর নিলেও স্পন্সরশিপ ও এনডোর্সমেন্ট দিয়ে যা আয় করেছেন, তাতে সবচেয়ে সম্পদশালী ক্রীড়াবিদের তালিকায় ঈর্ষণীয় অবস্থানে জর্ডান।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রোনালদোর বর্তমান নেট মূল্য ৩৬৩ মিলিয়ন পাউন্ড। আর সম্প্রতি পিএসজিতে যোগ দেওয়া মেসির নেট মূল্য ৩০৯ মিলিয়ন পাউন্ড। তাদের মোট নেট মূল্য ৬৭২ মিলিয়ন পাউন্ড। অন্যদিকে জর্ডানের একারই নেট মূল্য ১.২ বিলিয়ন পাউন্ড! সময়ের অন্যতম সেরা দুই ফুটবলারের সম্মিলিত সম্পদের চেয়ে প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড বেশি তার।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়