ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আয়ারল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ দল থেকে বাদ ৩ জন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ৮ অক্টোবর ২০২১  
আয়ারল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ দল থেকে বাদ ৩ জন

আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন ৩ জন। অবশ্য তারা দলের সঙ্গেই থাকছেন রিজার্ভ সদস্য হিসেবে। বাদ পড়া ৩ জন হলেন শেন গেটকেট, ব্যারি ম্যাকক্যার্থি ও গ্রাহাম কেনেডি।

শুক্রবার (৮ অক্টোবর) চূড়ান্ত দল ঘোষণা করে আইরিশ ক্রিকেট বোর্ড। আইসিসির নিয়মনুযায়ী ১০ অক্টোবর পর্যন্ত দলে অদল-বদল আনার সুযোগ ছিল, সেটি কাজে লাগিয়েই এই ৩ জনকে রিজার্ভ হিসেবে রাখে আইরিশ বোর্ড।

গত ৯ সেপ্টেম্বর ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছিল দেশটি। সেই ১৮ থেকে ১৫ জনের দল চূড়ান্ত করে ৩ জনকে রাখা হয় রিজার্ভে।

আয়ারল্যান্ডকে বিশ্বকাপের প্রথম পর্ব খেলে যেতে হবে মূল পর্বে। গ্রুপ এ থেকে দলটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ১৮ অক্টোবর দলটি মুখোমুখি হবে নেদারল্যান্ডসের, ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ও ২২ অক্টোবর মুখোমুখী হবে নামিবিয়ার।

আয়ারল্যান্ড বিশ্বকাপ দল:

অ্যান্ড্রু বালবিরনি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্পার, গ্যারেথ ডিলেনি, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

রিজার্ভ: শেন গেটকেট, ব্যারি ম্যাকক্যার্থি ও গ্রাহাম কেনেডি।

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়