ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

না ফেরার দেশে শ্রীলঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৮ অক্টোবর ২০২১  
না ফেরার দেশে শ্রীলঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক

শ্রীলঙ্কার জাতীয় টেস্ট দলের প্রথম অধিনায়ক বান্ডুলা ওয়ার্নাপুরা মারা গেছেন। ‍মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলম্বোর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বান্ডুলা। রক্তে উচ্চ শর্করার মাত্রা থাকায় এই মাসের শুরুতে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

১৯৮১ সালে প্রথম টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন বান্ডুলা, পরের বছর কলম্বোর পি সারা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী টেস্টে। প্রথম বলও খেলেন তিনি এবং দলের প্রথম রানটিও করেন।

অধিনায়ক হিসেবেই ক্যারিয়ারের সবকটি টেস্ট খেলেছেন বান্ডুলা। তবে জিততে পারেননি একটিও।

ভারত ও পাকিস্তান সফরেও শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন তিনি। তবে ১৯৮২-৮৩ মৌসুমে বিদ্রোহী দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরের সিদ্ধান্ত নেওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হন।

তার নেতৃত্বে খেলা প্রথম ওয়ানডে জিতেছিল শ্রীলঙ্কা। একটি হাফ সেঞ্চুরিও ছিল। ওয়ানডে ক্যারিয়ার ছিল মাত্র ১২ ম্যাচের। আর টেস্ট খেলেছেন চারটি।

১৯৯১ সালে ব্লুমফিল্ড ক্লাবের অ্যাডমিনিস্ট্রেটর হয়ে ক্রিকেটে ফেরেন বান্ডুলা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়