ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৩ ওভারে চাই ১৮ রান, তারপরও হোয়াইটওয়াশ যুব দল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২৫ অক্টোবর ২০২১   আপডেট: ১৯:০০, ২৫ অক্টোবর ২০২১
৩ ওভারে চাই ১৮ রান, তারপরও হোয়াইটওয়াশ যুব দল

শ্রীলঙ্কার কাছে টানা চার ম্যাচ হারের পরও হোয়াইটওয়াশ এড়িয়ে স্বস্তি নিয়ে যুব ওয়ানডে সিরিজ শেষ করার সুযোগ ছিল বাংলাদেশের। লক্ষ্য ২৪১ রানের। মাহফিজুল ইসলামের ফিফটির পর আইচ মোল্লার পঞ্চাশ ছাড়ানো ইনিংসে ৪৭ ওভার শেষে তাদের স্কোর ৪ উইকেটে ২২৩ রান।

সহজ জয়ের স্বপ্ন না দেখা অস্বাভাবিক। শেষ ৩ ওভারে দরকার মাত্র ১৮ রান, হাতে ৬ উইকেট। দুঃখজনক আর হতবাক করা ব্যাপার হলো, বাংলাদেশ আর ১৩ রান করতেই গুটিয়ে গেছে। ডাম্বুলায় ৪ রানে হেরে শ্রীলঙ্কার কাছে ৫-০ তে হোয়াইটওয়াশ বাংলাদেশ।

মাহফিজুল ৮৫ বলে ৬২ রান করে শুরুটা ভালো এনে দেন। এছাড়া ইফতিখার হোসেন (৩২) ও প্রান্তিক নওরোজ নাবিল (৩৩) দলকে রেখেছিলেন জয়ের পথে। আরিফুল ইসলামকে নিয়ে ৪৭ ওভার পর্যন্ত দলকে স্বস্তিতে রাখেন আইচ।

৪৮তম ওভারে আইচ সিঙ্গেল নিতে গেলে রান আউট হন আরিফুল (২১)। দুনিথ ভেল্লালাগের ওই ওভারে মাত্র ৩ রান আসে। ৪৯তম ওভারে আইচ (৫৫) ও তাজিবুল ইসলামকে (৬) আউট করে ভিনুজা রানপুল চেপে ধরেন। রান আসে ৬টি।

শেষ ওভারে দরকার ছিল বাংলাদেশের ৯ রান। কিন্তু একটি করে বল বিরতি দিয়ে দুটি উইকেট নেন ভেল্লালাগে, আর শেষ বলে রান আউট। ২৩৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

এর আগে চামিন্দু বিক্রমাসিংহের ১০২ রান ও শেভন ড্যানিয়েলের ৫৯ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা ৯ উইকেটে ২৪০ রান করে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মুশফিক হাসান। দুটি করে পান রিপন মন্ডল ও আহসান হাবীব।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়