ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অসাধারণ বোলিংয়ে লক্ষ্য নাগালে রাখল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ২৬ অক্টোবর ২০২১   আপডেট: ২১:৫৩, ২৬ অক্টোবর ২০২১
অসাধারণ বোলিংয়ে লক্ষ্য নাগালে রাখল পাকিস্তান

বল হাতে আরো একবার জ্বলে উঠলেন পাকিস্তানের বোলাররা। নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানরা তাদের খেলতেই পারলেন না। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নিউ জিল্যান্ড ৮ উইকেটে ১৩৪ রান তুলেছে। ভারতের পর কিউইদের বিপক্ষে জিততে হলে পাকিস্তানের সামনে লক্ষ্য ১৩৫ রান। 

নিউ জিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে কি ভুল করলেন বাবর আজম? প্রথম পাঁচ ওভারের স্কোরবোর্ড দেখলে মনে হতেই পারে বাবর আজমের সিদ্ধান্ত ভুল ছিল। কারণ কিউই দুই ওপেনার শারজায় ঝড় তুলে ৭.২০ রান রেটে ৩৬ রান তুলে নেয়। 

কিন্তু পরের পাঁচ ওভারে আরেক চিত্র। ৩ উইকেট তুলে নিয়ে সমানে সমান লড়াই করলো পাকিস্তান। ১০ ওভারে নিউ জিল্যান্ডের রান ৩ উইকেটে ৬০। ষষ্ঠ ওভারে পেসার হারিস রউফ বোলিংয়ে এসে বোল্ড করেন মার্টিন গাপটিলকে। ২০ বলে ৩ চারে ১৭ রান করেন গাপটিল।

এরপর নবম ওভারে বিপদজনক ওপেনার ডার্ল মিচেলকে আউট করেন ইমাদ ওয়াসিম। ওভারের প্রথম বল লং অফ দিয়ে ছক্কা হাঁকানোর পর দ্বিতীয় বলে আউট হন ২০ বলে ২৭ রান করা মিচেল। ১টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। টানা বোলিং করা ইমাদ ৪ ওভারে ২৪ রানে পেয়েছেন ১ উইকেট। 

দশম ওভারে বোলিংয়ে আসেন হাফিজ। প্রথম বলেই উইকেট। বাঁহাতি ব্যাটসম্যান জিমি নিশাম টার্নের বিপরীতে খেলতে গিয়ে ক্যাচ দেন ফখর জামানের হাতে। শুরুর পাঁচ ওভারে কোনো উইকেট না হারানো নিউ জিল্যান্ড পরের পাঁচ ওভারে ৩ উইকেট হারায়। 

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ ১০ ওভারে মাত্র ৭৪ রান তোলে। নিউ জিল্যান্ডের কোনো ব্যাটসমানই বড় ইনিংস খেলতে পারেননি। কেন উইলিয়ামসন ২৬ বলে ২৫ রান করে ফেরেন রান আউট হয়ে। ডেভন কনওয়ে ২৪ বলে করেন ২৭ রান। এছাড়া গ্লেন ফিলিপস ১৫ বলে করেন ১৩ রান। ইনিংসে হাতেগোনা কয়েকটি বাউন্ডারি হয়েছে। চার হয়েছে মাত্র ১২টি, ছক্কা ৩টি। 
পাকিস্তানের বোলাররা দুটি নো বল দিলেও কোনো ওয়াইড দেননি। অতিরিক্ত রান এসেছে ৮টি। নিউ জিল্যান্ড ইনিংসে ডট বল ছিল ৫৩টি। 
২২ রানে ৪ উইকেট নিয়ে হারিস রউফ পাকিস্তানের সেরা। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাফিজ। 
 

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়