ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘কঠোর শাস্তি’ যেন পেলেন জাভি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ৫ ডিসেম্বর ২০২১  
‘কঠোর শাস্তি’ যেন পেলেন জাভি

কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ আসার পর তিন ম্যাচ খেলে দুটি জয় ও একটি ড্র করেছিল বার্সেলোনা। চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের তিক্ত স্বাদ পেলেন তিনি। ১-০ গোলে হার তাকে কষ্ট দিচ্ছে এবং মনে হচ্ছে কঠোর শাস্তি পেলেন।

রিয়াল বেতিসের বিপক্ষে ন্যু ক্যাম্পে লা লিগায় ৭৯ মিনিটে সার্জিও ক্যানালেস একমাত্র গোল করেন, যা গড়ে দেয় ম্যাচের পার্থক্য। ১৫ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে সাতে বার্সা। এক ম্যাচ বেশি খেলে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে ৩৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে।

প্রথম হারের পর জাভি জোর কণ্ঠে জানালেন, বার্সাকে ট্যাকটিক্যালি উন্নতি করতে হবে, ‘আমরা যখন আমাদের সেরা অবস্থায় ছিলাম, তখন কাউন্টার থেকে গোলটি এলো। আমাদের আরো বেশি ট্যাকটিক্যাল হতে হবে। কাউন্টারে আপনাকে (অরক্ষিত) ধরা উচিত নয়। আমাদের কিছু ভালো সময় ছিল। আমরা যেভাবে খেলেছি তা খুব বেশি কঠোর শাস্তি। এই পরাজয় কষ্ট দেয়, ঘরের মাঠে। আমরা ভালো ফর্মে ছিলাম। কিন্তু ফুটবল এমনই।’

আগামী বুধবার বায়ার্ন মিউনিখের মাঠে চ্যাম্পিয়নস লিগে বাঁচামরার লড়াই। এনিয়ে বার্সা কোচ বলেছেন, ‘বুধবার আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা আর (বড় পরীক্ষায়) ব্যর্থ হতে পারি না। বার্সেলোনায় আপনাকে ধারাবাহিকভাবে ফাইনালস খেলতে হবে। আমি হারতে পছন্দ করি না। এটা আমাদের প্রাপ্য নয়। আমাদের নিজেদের উজ্জীবিত করতে হবে এবং বুধবারের জন্য দলকে প্রস্তুত থাকতে হবে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়