ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

মানসিক সমস্যা রয়েছে বার্সেলোনার: জাভি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ১২ ডিসেম্বর ২০২১  
মানসিক সমস্যা রয়েছে বার্সেলোনার: জাভি

২১ বছরে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খেলতে পারছে না বার্সেলোনা। নেমে গেছে ইউরোপা লিগে। সেখানে চ্যাম্পিয়ন হতে না পারলে সামনের চ্যাম্পিয়নস লিগও অনিশ্চিত। কারণ ইউরোপ সেরার প্রতিযোগিতার টিকিট পেতে লা লিগার শীর্ষ চারে থাকাই তাদের জন্য কঠিন চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে।

সমস্যা কোথায়? জাভি দিলেন সেই উত্তর। তার মতে খেলোয়াড়দের মনে সাহসের অভাব রয়েছে। গোটা দল মানসিক সমস্যায় ভুগছে বললেন নতুন কোচ। রোনাল্ড কোম্যানের উত্তরসূরি হয়ে এসেছে প্রত্যাশার বোঝা কাঁধে নিয়ে। প্রথম তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে শুরুটা বার্সার জন্য ভালো হলেও ১-০ গোলে রিয়াল বেতিস ও ৩-০ গোলে বায়ার্ন মিউনিখ তাদের হারিয়ে মাটিতে নামায়।

জাভি এখনো বিশ্বাস করেন, সফল দলগুলোর একটি হওয়ার মতো যথেষ্ট প্রতিভা দলের আছে। কিন্তু আবারো বড় দলগুলোকে চ্যালেঞ্জ করতে হলে অবশ্যই সাহসী হতে হবে। সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘ফুটবলের চেয়ে বরং মানসিক সমস্যা আছে দলটির। তাদের মনে বিশ্বাস স্থাপন করতে হবে এবং এটাই আমার কাজ। আমরা তাদের সাহসী হতে উৎসাহিত করছি। বার্সেলোনায় দশে ছয় কিংবা দশে সাত পাওয়ার মতো খেলা যাবে না। শ্রেষ্ঠত্বের লক্ষ্য থাকতে হবে আমাদের।’

তিনি আরো বলে গেলেন, ‘এটার অভাব আমাদের। সাহস, লক্ষ্য উঁচুতে এবং নিচুতে নয়, কারণ বার্সা এটা করে না। সাহসী হওয়া এবং খেলা বুঝতে পারা, আমরা যা চাই তার থেকে দূরে নেই। এই দলের প্রতিযোগিতা করার ও শিরোপা জেতার স্তরে রয়েছে। বায়ার্ন ম্যাচেও একটি মনস্তাত্ত্বিক দিক ছিল।’

রোববার ওসাসুনার মাঠে নামছে বার্সা। সেরা চারে থেকে মৌসুম শেষ করার লক্ষ্যে ম্যাচটি জেতার বিকল্প নেই তাদের সামনে।

১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আটে বার্সা। সমান খেলে ৬ পয়েন্টে এগিয়ে থেকে চতুর্থ অ্যাটলেটিকো মাদ্রিদ (২৯)।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়