ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইজিপি কাপ যুব কাবাডিতে মৌলভীবাজার ও ঝিনাইদহ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ২ জানুয়ারি ২০২২  
আইজিপি কাপ যুব কাবাডিতে মৌলভীবাজার ও ঝিনাইদহ চ্যাম্পিয়ন

‘আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি-২০২১’ এর চূড়ান্তপর্বে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার জেলা। অন্যদিকে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ জেলা।

আজ রোববার (২ জানুয়ারি) ঐতিহাসিক পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে মৌলভীবাজার ২৯-১৫ পয়েন্টে চট্টগ্রাম জেলা দলকে হারিয়ে শিরোপা জিতে নেয়। ২০১৮ সালে সর্বশেষ আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। ফাইনালে ম্যাচের শুরু থেকেই লিড পায় মৌলভীবাজার। দলটি ১০-৭ পয়েন্টের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে। বিরতির পরও লিড অব্যাহত রাখে মৌলভীবাজার। শেষ পর্যন্ত ২৯-১৫ পয়েন্টের ব্যবধানের জয়ে শিরোপা অক্ষুন্ন রাখে।

এদিকে মেয়েদের বিভাগের ফাইনালে ফেভারিট নড়াইল জেলাকে ২৫-১৯ পয়েন্টে হারিয়ে শিরোপটা জিতে নেয় ঝিনাইদহ জেলা। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত নৈপূণ্য দেখায় ঝিনাইদহ জেলা। শেষপর্যন্ত দারুণ ধারাবাহিকতা দেখায় দলটি। প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল ঝিনাইদহ। চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঝিনাইদহ জেলা দলকে ৫৭-২০ পয়েন্টে হারিয়েছিল নড়াইল জেলা। সে হারের বদলা নিয়ে শিরোপা উল্লাস করলো ঝিনাইদহের মেয়েরা।

ছেলেদের বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ওজুয়ান মারমা। নারী বিভাগে সেরা হয়েছেন ঝিনাইদহ জেলার আঞ্জুমান আরা রাত্রি। ছেলেদের বিভাগে সেরা রেইডার হয়েছেন মৌলভীবাজারের মো. যুবায়ের। মেয়েদের বিভাগে সেরা রেইডার নড়াইলের ছন্দা। ছেলেদের বিভাগে সেরা ডিফেন্ডার মৌলভীবাজারের তাজউদ্দিন। আর মেয়েদের বিভাগে ঝিনাইদহের সুমাইয়া সেরা ডিফেন্ডার হয়েছেন।

ফাইনাল শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, এমপি।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়