ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ম্যাচে এখন পিছিয়ে নিউ জিল্যান্ড: রনকি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ৪ জানুয়ারি ২০২২  
ম্যাচে এখন পিছিয়ে নিউ জিল্যান্ড: রনকি

শেষ দিন মাত্র ৫ উইকেট হাতে রেখে ১৭ রানে লিড নিয়ে মাঠে নামবে নিউ জিল্যান্ড। কেবল রস টেলর ছাড়া আর কোনো প্রতিষ্ঠিত ব্যাটসম্যান ক্রিজে নেই কিংবা অপেক্ষমাণও নয়। এই অবস্থায় নিউ জিল্যান্ড বাংলাদেশের চেয়ে পিছিয়ে স্বীকার করতে কার্পণ্যবোধ করেননি তাদের ব্যাটিং কোচ লুক রনকি। তবে যতখানি সম্ভব শেষ দিন দলকে ব্যাটিংয়ে দেখতে চান তিনি।

রনকির মতে মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ দিনের শুরুটা স্বাগতিকদের জন্য ভালো হলেও ফের ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তিনি বলেছেন, ‘প্রথম সেশন অবশ্যই অনেক ভালো ছিল, যখন আমরা উইকেটগুলো নিয়ে আবারো ব্যাটিংয়ে ফিরলাম। তারপর উইল ইয়াং ও রস টেলর সুন্দর একটা পার্টনারশিপ গড়ে এগিয়ে যাচ্ছিল যা আমাদের ব্যবধান কমাতে সহায়ক ছিল। যখনই আমরা লিড নিলাম, তারপর খুব বাজে সময়ে গুরুত্বপূর্ণ উইকেটগুলো হারালাম। তাই আমার মনে হয়, এই টেস্ট ম্যাচের বেশিরভাগ অংশই বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল।’

আরো পড়ুন:

শেষ দিনের লক্ষ্য নিয়ে রনকি বলেন, ‘যতক্ষণ পারা যায় ব্যাট করে যাওয়ার চেষ্টা করা। আমাদের কাজ হবে কাল মাঠে নেমে আবারো ইনিংস শুরু করা। তাদের সিম বোলাররা সরাসরি বল করছে, আমাদেরও সরাসরি ব্যাট করতে হবে। এই পিচে হালকা রিভার্স আর অদম্য বাউন্সে তারা আমাদের ভালো চাপে রেখেছে। তাদের স্পিনাররাও কেই কাজ করেছে এবং আমাদের ব্যাটসম্যানদের চাওয়ামতো খেলতে দেয়নি। আগামীকাল আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলে আমাদের আরো রান নিশ্চিত করতে হবে। যদি সারা দিন ব্যাট করার চেষ্টা করলেই হলো, দিন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই ম্যাচ হাতে রাখা নিশ্চিতে আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।’

এখনই আশা ছাড়ছেন না রনকি, ‘ক্রিকেটে জেতাই হলো শেষ কথা। এটাই প্রত্যেক দেশ করার চেষ্টা করে। এই মুহূর্তে খেলায় আমরা অনেক পিছিয়ে। আমাদের এমন লিড প্রয়োজন যা প্রতিহত করতে যথেষ্ট এবং তারপর উইকেটও নিতে হবে। ব্যাটিং করে ভালো রান স্কোরবোর্ডে তোলাই এখন গুরুত্বপূর্ণ। এর চেয়ে বেশি কিছু আমরা করতে পারি না। আমরা কতক্ষণ ব্যাটিং করতে পারব এবং কী হবে, সেটা দেখা যাক।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়