ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যুব বিশ্বকাপে ম্যাচ ধরে ধরে এগোতে চান রাকিবুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ১৬ জানুয়ারি ২০২২  
যুব বিশ্বকাপে ম্যাচ ধরে ধরে এগোতে চান রাকিবুল

দুই বছর আগে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামছে তারা, নেতৃত্বে গত আসরের দেশের শীর্ষ উইকেটশিকারি রাকিবুল হাসান।

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের এই মিশন। কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের পরের দুটি ম্যাচ। স্বাভাবিকভাবে ফেভারিট বাংলাদেশই।

তবে এখনই নকআউটের চিন্তায় নেই রাকিবুল। ম্যাচ ধরে ধরে এগোতে চান তিনি। এক ভিডিও বার্তায় বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমাদের ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ। আমরা সবাই ভালো আছি। ভালো প্রস্তুতি নিয়েই ম্যাচটি খেলতে যাচ্ছি। এখানে আসার পর আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, এখানকার উইকেট ও কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা হয়েছে। এখন আমাদের যে পরিকল্পনা ও প্রক্রিয়া আছে সেটার যদি শতভাগ সেরাটা দিতে পারি, তাহলে আমরা আশা করি এই ম্যাচে ভালো ফল করতে পারব।’

দলের লক্ষ্য নিয়ে রাকিবুল বললেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো ম্যাচ ধরে ধরে খেলা। আপাতত ইংল্যান্ডের ম্যাচে আমাদের চোখ। পরে আমাদের আরো দুটি ম্যাচ আছে, একটা একটা করে ম্যাচ শেষ করব এবং আশা করি ভালো ফল করে পরের পর্বে যাব।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়