ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

লতার মৃত্যুতে শোকাচ্ছন্ন পিসিবি চেয়ারম্যান রমিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৭:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০২২
লতার মৃত্যুতে শোকাচ্ছন্ন পিসিবি চেয়ারম্যান রমিজ

উপমহাদেশের কিংবদন্তিতুল্য সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের নাইটিঙ্গেলের প্রয়াণে প্রতিবেশী দেশ পাকিস্তানও শোকাচ্ছন্ন। দেশটির ক্রিকেট বোর্ড পিসিবির প্রধান রমিজ রাজা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।

টুইটারে লতাকে ‘করুণা ও নম্রতার প্রতীক’ আখ্যা দিয়েছেন রমিজ। তিনি লিখেছেন, ‘লতা মঙ্গেশকর করুণা, নম্রতা ও সরলতার প্রতীক ছিলেন। তার মহত্ত্ব সবার জন্য একটি শিক্ষা। কিশোর কুমার এবং এখন তার মৃত্যু আমাকে শোকাচ্ছন্ন করেছে।’

করোনায় আক্রান্ত হয়ে টানা প্রায় চার সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লতা। নেগেটিভ হলেও বার্ধক্যজনিত জটিলতায় রোববার (৬ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান ৯২ বছর বয়সী কিংবদন্তি সঙ্গীত শিল্পী।

লতার মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই সময়ে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। এতে অংশ নিচ্ছেন ক্রিকেটাররাও, তারা কালো আর্মব্যান্ড পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলছেন।

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া লতা তার সঙ্গীত ক্যারিয়ার শুরু করেন ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে। সাত দশকে সুরের রানি হাজারো হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। ৩৬টিরও বেশি আঞ্চলিক ও বিদেশি ভাষায় গান করেছেন তিনি। সুরেলা কণ্ঠ দিয়ে দারুণ অবদান রাখায় ২০০১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারত রত্ন পান লতা। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এই কিংবদন্তি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়