ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

৬ মাসের সন্তানের সামনে বিসমাহর ‘গৌরবের’ হাফ সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৮ মার্চ ২০২২   আপডেট: ১৩:০৯, ৮ মার্চ ২০২২
৬ মাসের সন্তানের সামনে বিসমাহর ‘গৌরবের’ হাফ সেঞ্চুরি

বিসমাহ করলেন হাফ সেঞ্চুরি, দেখল তার মেয়ে

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে সন্তান কোলে নিয়ে স্টেডিয়ামে ঢুকে আলোচিত হন পাকিস্তানের নারী জাতীয় দলের অধিনায়ক বিসমাহ মারুফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দারুণ এক মুহূর্ত তৈরি হলো। ৬ মাসের মেয়ের সামনে ওয়ানডে বিশ্বকাপে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করলেন বিসমাহ।

একমাত্র মেয়েকে সঙ্গে করেই এবারের বিশ্বকাপে এসেছেন বিসমাহ। সতীর্থরাও বেশ আনন্দে আছেন ফাতিমার উপস্থিতিতে। প্রতিপক্ষ ভারতের খেলোয়াড়রাও বিসমাহর মেয়ের সঙ্গে খুনসুটিতে মেতেছিল প্রথম ম্যাচ শেষে। সন্তানের সামনে এবার হাফ সেঞ্চুরি করে আবেগঘন মুহূর্ত তৈরি করলেন পাকিস্তানের অধিনায়ক। ৯৬ বলে ৫ চারে হাফ সেঞ্চুরি করেই ফাতিমাকে উদ্দেশ্য করে ‘দোল দেওয়ার’ অঙ্গভঙ্গিতে এই মুহূর্ত উদযাপন করেন বিসমাহ। 

মাউন্ট মঙ্গানুইয়ে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৪ রানেই ৪ উইকেট হারায়। সেখান থেকে তারা প্রায় ‍দুইশ রানের স্কোর করে বিশ্বকাপে পাকিস্তানের রেকর্ড জুটিতে। পঞ্চম উইকেটে আলিয়া রিয়াজকে নিয়ে বিসমাহ ৯৯ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেন। ৬ উইকেটে ১৯০ রান করে তারা।

বিসমাহ ৭৮ রানে অপরাজিত ছিলেন। ছয় নম্বরে নেমে আলিয়া তাকে দারুণ সঙ্গ দিয়েছিলেন। দুজনেই হাফ সেঞ্চুরি করেন, যা পাকিস্তানের নারী ওয়ানডেতে প্রথম।

১২২ বলের ইনিংসে বিসমাহ মেরেছেন ৮ চার। আলিয়া ১০৯ বলে ৫৩ রানে আউট হন। শেষ দিকে ফাতিমা সানা ১৪ রান করেন। এছাড়া কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান ওমাইমা সোহেল (১২)।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন অ্যালানা কিং।

আরো পড়ুন: দল সামলাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক, সঙ্গে বাচ্চাও

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়