ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সোশ্যাল মিডিয়া সব সময় ডেঞ্জারাস: মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ২৭ মার্চ ২০২২   আপডেট: ১৮:১৩, ২৭ মার্চ ২০২২
সোশ্যাল মিডিয়া সব সময় ডেঞ্জারাস: মাশরাফি

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতে আকাশে উড়ছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সাফল্যে তাদের ওপর যে প্রত্যাশা বাড়ছে, সেটা না বললেও চলে। এজন্য পারফরম্যান্সে প্রভাব পড়া স্বাভাবিক। এক্ষেত্রে সতর্ক উপায়ে এগোনোর পরামর্শ দিলেন মাশরাফি মুর্তজা।

প্রত্যাশার চাপে ক্ষতি হতে পারে কি না প্রসঙ্গে জানতে চাইলে সাবেক অধিনায়ক বলেছেন, ‘এটা নির্ভর করছে যে সোশ্যাল মিডিয়ায় যত থাকবে, সে তত চাপ নিবে। ভালো খেললে মানুষ ভালো কথা বলবে, খারাপ খেললে সমালোচনা করবে এটাই স্বাভাবিক। ওই খেলোয়াড় কীভাবে নিচ্ছে বিষয়গুলোকে, সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় খেলোয়াড়রা সবাই পরিণত। তারা জানে দক্ষিণ আফ্রিকায় কাজটা সহজ ছিল না আর সামনের সিরিজও সহজ হবে না। প্রত্যাশা থাকবেই। নিজেকে সেভাবে তৈরি করতে হবে- আমার চলাফেরা বা কথাবার্তা যেন নিয়ন্ত্রণে থাকে। আমি যেন প্রত্যাশার বাইরে চলে না যাই।’

সোশ্যাল মিডিয়ায় সতর্ক হয়ে থাকা উচিত মনে করেন মাশরাফি, ‘সোশ্যাল মিডিয়া সবসময় ডেঞ্জারাস। যেকোনো মানুষের জন্যই, আর খেলোয়াড়দের জন্য তো অবশ্যই। সোশ্যাল মিডিয়ায় দুই রকমের কথা আসে। এমন না এটা ভুল জায়গা। তবে কোন কথা কীভাবে প্রভাব ফেলছে সেটা খেলোয়াড়দের বুঝতে হবে। খেলোয়াড় যদি সবকিছু সামলাতে পারে তাহলে তো ভালোই। না পারলে বুঝতে হবে এখানে থামা উচিৎ নাকি তার সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়