ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ব্রাজিলের সঙ্গে খেলতে আর্জেন্টিনার অনীহা, ফিফার কড়াকড়ি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২৩ এপ্রিল ২০২২   আপডেট: ১৮:২৩, ২৩ এপ্রিল ২০২২
ব্রাজিলের সঙ্গে খেলতে আর্জেন্টিনার অনীহা, ফিফার কড়াকড়ি

লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২০২২ কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু তারা একটি ম্যাচ এখনো খেলেনি। যেটা ২০২১ সালের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর ৫ মিনিটের মাথায় করোনাভাইরাস সতর্কতার বিষয়ে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের বাড়াবাড়ির কারণে স্থগিত হয়েছিল।

বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য এই ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করেছিল। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়ে দিয়েছে ম্যাচটি খেলতেই হবে। তবে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগে বলা হয়েছির ম্যাচটি ব্রাজিলের মাঠেই খেলতে হবে।

তবে জানা গেছে ম্যাচটি ব্রাজিলে হচ্ছে না। হবে অস্ট্রেলিয়ার বেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। ম্যাচটি হবে ১১ জুন শনিবার। বৃহস্পতিবার (৯ জুন) থেকে শুরু হবে টিকিট বিক্রি।

অবশ্য এবারই প্রথম মেলবোর্নে চির প্রতিদ্বন্দ্বি ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ হতে যাচ্ছে না। এর আগে ১৯৮৮ সালের ১০ জুলাই মুখোমুখি হয়েছির দল দুটি। ওই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এরপর ২০১৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আবার মুখোমুখি হয়েছিল দল দুটি। ওই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয় পেয়েছিল।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়