ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ড্যারিল মিচেলের টানা তিন সেঞ্চুরি, ৩২৯ রানে থামলো নিউ জিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২৪ জুন ২০২২  
ড্যারিল মিচেলের টানা তিন সেঞ্চুরি, ৩২৯ রানে থামলো নিউ জিল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান হিসেবে টানা তিন সেঞ্চুরি হাঁকিয়েছেন ড্যারিল মিচেল। তার ১০৯ রানের ইনিংসে ভর করে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩২৯ রানে অলআউট হয়েছে কিউইরা।

বল হাতে ইংল্যান্ডের জ্যাক লিচ ৫টি উইকেট নিয়েছেন। ৩টি উইকেট নিয়েছেন স্টুয়ার্ড ব্রড।

অবশ্য প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ধুকছে স্বাগতিক ইংল্যান্ডও। ৫৫ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। 

৫ উইকেট হারিয়ে ২২৫ রান তুলে প্রথম দিন শেষ করেছিল নিউ জিল্যান্ড। আজ বাকি ৫টি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ১০৪ রান যোগ করতে পারে তারা।

আগের দিন ড্যারিল ৭৮ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে টম ব্লানডেল অপরাজিত ছিলেন ৪৫ রানে। আজ শুক্রবার ২৪৩ রানের মাথায় এই জুটি ভাঙে। ষষ্ঠ উইকেটে তারা দুজন ১২০ রান তোলেন। ব্লানডেল ৫৫ রান করে আউট হন। ২৬৫ রানের মাথায় মিচেল ব্র্যাসওয়েল আউট হন ১৩ রান করে। সেখান থেকে ড্যারিল ও টিম সাউদি জুটি গড়ে ৬০ রান তোলেন অষ্টম উইকেটে। ৩২৫ রানের মাথায় ড্যারিল ফিরেন ১০৯ রান করে। এটা ছিল টানা তৃতীয় টেস্টে তার তৃতীয় সেঞ্চুরি। 

ড্যারিল আউট হওয়ার ৪ রানের মধ্যে বাকি দুই উইকেট হারিয়ে ৩২৯ রানে অলআউট হয়ে যায় কিউইরা।

ড্যারিল ও ব্লানডেল ছাড়া সাউদি ৩৩, কেন উইলিয়ামসন ৩১ ও উইল ইয়াং ২০ রান করেন।

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি জিতে নিয়ে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়