ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রুট-বেয়ারস্টোর প্রশংসায় শচীন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ৬ জুলাই ২০২২   আপডেট: ১৩:০৮, ৬ জুলাই ২০২২
রুট-বেয়ারস্টোর প্রশংসায় শচীন

৩৭৮ রানের রেকর্ড লক্ষ্যও এত সহজ বানিয়ে ফেলা যায়, তা হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি ভারত। যখন জো রুট আর জনি বেয়ারস্টো ক্রিজে জুটি বাঁধলেন এবং অদম্য পারফরম্যান্সে কিছু সময় পার করলেন, তখন ভুল ভাঙে তাদের। ইংল্যান্ড পঞ্চম দিন সকালের সেশনেই জিতে যায় ম্যাচ। এজবাস্টনে ৭ উইকেটে এই জয়ের পর রুট ও বেয়ারস্টোকে প্রশংসায় ভাসালেন ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার।

অ্যালেক্স লিস ও জ্যাক ক্রলির ১০৭ রানের উদ্বোধনী জুটির পর দ্রুত তিন উইকেট হারালে ২২ গজে একসঙ্গে হন রুট ও বেয়ারস্টো। দুজনে আগ্রাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন জয়ের পথে। তাদের জুটি ছিল ২৬৯ রানের। সেঞ্চুরিও করেন তারা দুজন।

এমন পারফরম্যান্সের পর রুট-বেয়ারস্টোকে আলাদা করে কৃতিত্ব দিলেন শচীন, ‘সিরিজ সমতায় নিতে ইংল্যান্ডের বিশেষ জয়। জো রুট ও জনি বেয়ারস্টো অবিশ্বাস্য ফর্মে এবং ব্যাটিং খুব সহজ করে ফেলেছে। মন্ত্রমুগ্ধকর জয়ের জন্য ইংল্যান্ডকে অভিনন্দন।’

ভারতের আরেক সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফর বলেছেন, ‘এই দুজনের জন্য অনেক প্রশংসাও যথেষ্ট নয়। রুট এখন সেরা টেস্ট ব্যাটসম্যান। যেভাবে দুটি ইনিংসেই বেয়ারস্টো চ্যালেঞ্জ মোকাবিলা করলো তা অসাধারণ। আপনি শুধু তাদের টুপিখোলা অভিনন্দন জানিয়ে বলতে পারেন, ভালো খেলেছো।’ 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়