ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কোহলির অবসর নিয়ে আফ্রিদির পর শোয়েবের ‘ভবিষ্যদ্বাণী’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৪:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০২২
কোহলির অবসর নিয়ে আফ্রিদির পর শোয়েবের ‘ভবিষ্যদ্বাণী’

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচে ৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরি করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন বিরাট কোহলি। এই ইভেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান। এরই মধ্যে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি জানিয়ে দিয়েছে, কোন সময় কোহলির অবসর নেওয়া উচিত। এবার তার সঙ্গে যোগ দিলেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার।

১০৪ টি-টোয়েন্টি খেলা কোহলি বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসর নিতে পারেন বলে মত শোয়েবের, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোহলি অবসর নিতে পারে। অন্য ফরম্যাটগুলোতে বেশিদিন খেলতে চাইলে সে এটা করতে পারে। আমি যদি তার জায়গায় হতাম, দীর্ঘমেয়াদী চিন্তা করে একটা সিদ্ধান্ত নিতাম।’

এর আগে আফ্রিদি বলেছিলেন, ‘বিরাট যেভাবে খেলেছে, শুরুতে কিন্তু তার কষ্ট হতো রান করতে, তারপর নিজেকে প্রতিষ্ঠিত করলো। সে একজন চ্যাম্পিয়ন এবং আমি বিশ্বাস করি একটা সময় আসবে যখন অবসর খুব কাছে। সেক্ষেত্রে তার লক্ষ্য হওয়া উচিত মাথা উঁচু রেখে বিদায় নেওয়া। এমন পর্যায়ে অবসর নেওয়া উচিত নয়, যখন দল থেকে বাদ পড়ছে এবং সেরা ফর্ম থেকে অনেক দূরে।’

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের ২৩ রানে হারার পর মোহাম্মদ রিজওয়ানের পারফরম্যান্স নিয়েও সমালোচনা করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব, ‘আমরা কি আবারও ভুল দল খেলাচ্ছি? মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে প্রশ্ন আছে কারণ সে খেলা শেষ করতে পারে না, অন্যদের কাছ থেকে সমর্থন দরকার হয়। বল ধরে ধরে ইনিংস খেলেছে সে এবং যদি সে ম্যাচ শেষ করতে না পারে তাহলে সমস্যা হচ্ছে। আমি মনে করি পাকিস্তান খুব বাজে ক্রিকেট খেলেছে, টস জেতার পর তাদের ব্যাট করা উচিত ছিল। জানি না তাদের কী পরিকল্পনা ছিল।’ 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়