ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘চ্যালেঞ্জ জানাতে পারলে ভালো ফল পাবে বাংলাদেশ’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ৪ অক্টোবর ২০২২   আপডেট: ১৭:০৩, ৫ অক্টোবর ২০২২
‘চ্যালেঞ্জ জানাতে পারলে ভালো ফল পাবে বাংলাদেশ’

নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান ও স্বাগতিক নিউ জিল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে পারলে ভালো ফল পাওয়া যাবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। তার বিশ্বাস নিউ জিল্যান্ডের ভালো করলে অস্ট্রেলিয়াতেও সুফল পাবে টিম বাংলাদেশ। তাসমান পারের দুই দেশের কন্ডিশন একইরকম। নিউ জিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ বিশ্বকাপ প্রস্তুতির সেরা সুযোগ পেয়েছেন বলে মনে করছেন সিডন্স, ‘এর চেয়ে ভালো কিছু আর চাইতে পারতাম না আমরা। গত বিশ্বকাপের ফাইনালিস্ট দল একটি। পাকিস্তানও ওপরের সারির দল, দুর্দান্ত টি-টোয়েন্টি দল। আমরা যদি ওদের চ্যালেঞ্জ জানাতে পারি, তাহলে বিশ্বকাপের জন্য তৈরি হওয়ার পথে অনেকটাই এগিয়ে থাকতে পারি।’

নিউ জিল্যান্ডে পৌঁছে আজ বাংলাদেশ লিংকনে অনুশীলন করেছে৷ ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিংয়ে খুব ভালোভাবেই নিজেদের ঝালিয়ে নিয়েছে সোহান লিটন মোসাদ্দেকরা। এখানকার কন্ডিশনে বাংলাদেশ খাপ খাইয়ে নিতে পারছে বলেই জানালেন সিডন্স, ‘কন্ডিশন অনেকটাই একরকম। এখানে ও ইনডোর সেন্টারে উইকেট বেশ ভালো। আমরা এখানে এজন্যই এসেছি। হ্যাগলির উইকেট অনেকটা অস্ট্রেলিয়ার মতোই হবে। অস্ট্রেলিয়ায় মৌসুমের শুরুটায় উইকেট যেরকম থাকে, এখানেও প্রায় একইরকম।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশ খুব ভালো অবস্থানে নেই। বড় দলগুলোর সাথে মাঠের লড়াইয়ে পেরে উঠছে না সাকিবরা। তবে নিউ জিল্যান্ডে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়ে আত্মবিশ্বাসে কিছুটা জোর পেয়েছে। জয়ের এই ছন্দই মাঠে কাজে আসবে বলে বিশ্বাস করেন সিডন্স। সঙ্গে তরুণ দল নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি, ‘দুবাইয়ে এক সপ্তাহের সফরে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি ম্যাচ খেলে ও অনুশীলন করে এসেছি আমরা। সেখানে সুযোগ-সুবিধা ছিল দুর্দান্ত। আমাদের দলটা বেশ তরুণ। সিনিয়র ক্রিকেটারদের কেউ কেউ অবসর নিয়েছে, কেউ এই সফরে নেই। তবে তরুণ দলটা নিয়ে আমরা রোমাঞ্চিত। তাদের শেখার অনেক কিছু আছে। খুব ভালো ও শক্তিশালি দুটি দলের বিপক্ষে ওরা কেমন করে, দেখতে আমরা মুখিয়ে আছি।’

ইয়াসিন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়