ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

২০২২ সালে আর খেলা হচ্ছে না বেয়ারস্টোর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০২, ৪ অক্টোবর ২০২২  
২০২২ সালে আর খেলা হচ্ছে না বেয়ারস্টোর

গেল মাসে গলফ খেলতে গিয়ে ইনজুরি আক্রান্ত হয়েছিলেন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। সেই চোটের কারণে শেষ পর্যন্ত পায়ে তাকে অস্ত্রোপচার করাতেই হলো। মঙ্গলবার (০৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকা এই ক্রিকেটার জানিয়েছেন ২০২২ সালে তার আর খেলা হচ্ছে না।

ইনস্টাগ্রামে তিনি লিখেন, ‘আমার ফিবুলা তিন জায়গায় ভেঙে গিয়েছে এবং তার জন্য প্লেটও বসাতে হয়েছে। আমার গোড়ালি স্থানচ্যুত হয়ে গিয়েছে। লিগামেন্টেও চোট লেগেছে। এছাড়াও আরও কয়েকটি জায়গায় চোট লেগেছে। আমার অস্ত্রোপ্রচার সফলভাবেই সম্পন্ন হয়েছে। অবশ্য আমি গেল তিন সপ্তাহ ধরে পুনর্বাসন প্রক্রিয়াও শুরু করেছি। পরবর্তী কয়েক সপ্তাহ তথা মাস আমার পুনর্বাসনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।’

কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সে বিষয়ে তিনি লিখেন, ‘আমি আবার কবে মাঠে ফিরতে পারব, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারব না। আপাতত প্রথমে আমাকে ঠিকভাবে নিজের দুই পায়ে দাঁড়াতে হবে। তবে এটা নিশ্চিত যে, ২০২২ সালে আমার আর খেলা হচ্ছে না। তবে ২০২৩ সালের জন্য অপেক্ষা আর সইছে না। আপনাদের সকলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।’

এদিকে ক্রিকেট রাইটার্স ক্লাব কর্তৃক প্রথমবারের মতো চালু করা বব উইলিস ট্রফি জিতেছেন চলতি বছর টেস্টে দারুণ পারফর্ম করা বেয়ারস্টো। মঙ্গলবার তার হাতে এই ট্রফি তুলে দেওয়া হয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়