ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রেনের ভিতর দলটা ঢুকে গেছে, যা কিছুই হোক সাথেই আছি: মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ২২ নভেম্বর ২০২২   আপডেট: ২২:৫৩, ২২ নভেম্বর ২০২২
ব্রেনের ভিতর দলটা ঢুকে গেছে, যা কিছুই হোক সাথেই আছি: মাশরাফি

সৌদি আরবের কাছে আর্জেন্টিনার ২-১ ব‌্যবধানে হার মানতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। প্রিয় দলের হারে অনেকটা বিমর্ষ মাশরাফি। তার ব‌্যক্তিগত ফেসবুক পোষ্টে দলের হারের আর্তনাদ ফুটে উঠে স্পষ্টভাবে।

মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম‌্যাচে অঘটনের শিকার হয় আর্জেন্টিনা। র‌্যাংকিংয়ে ৪৮ ধাপ পিছিয়ে থাকা সৌদি আরবের কাছে হেরে যায় নুন‌্যতম লড়াই না করেই। শুরুতে মেসির স্পটকিকে সাবেক বিশ্ব চ‌্যাম্পিয়নরা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ফিরে মধ‌্যপ্রাচ‌্যের দেশটি জোড়া গোল করে লিড নেয়। পরবর্তীতে সেই ব‌্যবধানেই ম‌্যাচ জিতে নেয় তারা।

মেসিদের এমন অসহায় আত্মসম্পর্ণ মেনে নিতে পারছেন না সমর্থকরা। সেখানে ক্রীড়ামোদী মাশরাফি তো এই দলের পাড় ভক্ত। ম‌্যারাডোনাকে ভালোবাসে আর্জেন্টিনাকে সমর্থন শুরু তার। এখন মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখার অপেক্ষায়। সেই স্বপ্ন পূরণ হবে কিনা জানা নেই তার। কিন্তু দলের এই কঠিন সময়েও পাশে আছেন মাশরাফি।

ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘আর্জেন্টিনা সাপোর্ট করা সবসময় রিস্ক, কিন্তু কিছুই করার নাই। এই দলটাকেই সাপোর্ট করে যেতে হবে। আবার হয়তো গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হবে, এটা নতুন কিছু না। তবে ওদের ডিফেন্স আবার ও একবার এক্সপোজ হলো। খেলায় অঘটন ঘটে এটা সত্য তবে সৌদির সাথে ড্র এর থেকে খারাপ আশা করা যায় না।’

‘আর আর্জেন্টিনা কখনো অন্যদের মতো কামব্যাক করতে পারেনা তা আরও একবার প্রমাণিত, ৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারেনা যেখানে অন্য দল এই অবস্থায় থাকলে ম্যাচ জিততো বা ড্র করতো। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না।’

‘আর ঠিক এ কারণেই ওদের খেলা নিয়ে কখনোই বড় কিছু আশা করি ও না। ব্রেনের ভিতর ঢুকে গেছে দলটা, তাই যা কিছুই হোক দলটার সাথেই আছি।’

‘শুভ কামনা পরের ম্যাচের জন্য।’

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়