ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুক্তরাষ্ট্রের কাছে হেরে জেল-জরিমানার শঙ্কায় ইরানের খেলোয়াড়রা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ৩০ নভেম্বর ২০২২  
যুক্তরাষ্ট্রের কাছে হেরে জেল-জরিমানার শঙ্কায় ইরানের খেলোয়াড়রা

কুর্দি তরুণী মাশা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় এখনো বিক্ষোভ চলছে ইরানে। বিক্ষোভকারীদের সমর্থন করছেন ইরানের ফুটবলারও। তাইতো ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তারা ইরানের জাতীয় সঙ্গীত গায়নি।

জাতীয় সঙ্গীত না গাওয়ার কারণে অবশ্য সরকারের পক্ষ থেকে ফুটবলারদের পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল কারাদণ্ড ও নির্যাতনের। অবশ্য ইংল্যান্ডের কাছে ৬-২ গোলে ধরাশায়ী হয়েছিল ইরান। তবে পরের ম্যাচে ওয়েলসের বিপক্ষে শেষ মুহূর্তে দুই গোল করে দারুণ জয় তুলে নিয়ে আশা জাগায় নকআউট পর্বের।

কিন্তু শেষ ম্যাচে রাজনৈতিক বৈরি সম্পর্ক থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ইরান।

তিক্ত সম্পর্ক থাকা যুক্তরাষ্ট্রের কাছে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ায় ইরানের ফুটবলাররা সরকারের জেরার মুখে পড়তে পারেন। আর বিশ্বমঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় সঙ্গীত না গাওয়ার কারণেও জেল-জরিমানার মুখোমুখি হতে পারেন ফুটবলাররা।

অবশ্য পরবর্তীতে ওয়েলস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষের ম্যাচে জাতীয় সঙ্গীত গেয়েছিল পার্সিয়ানরা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়