ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পেলের জন্য বিশ্বকাপ জিততে চান ভিনিসিউস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ৬ ডিসেম্বর ২০২২  
পেলের জন্য বিশ্বকাপ জিততে চান ভিনিসিউস

কোলন ক্যান্সারের কেমোথেরাপি দিতে গত মঙ্গলবার সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি হন পেলে। শনিবার একটি গণমাধ্যম জানায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন ব্রাজিলিয়ান লিজেন্ড। তবে সব আশঙ্কার অবসান ঘটিয়ে তিনবারের বিশ্বকাপ জয়ী তারকা জানান, তিনি সুস্থ আছেন। ব্রাজিল তাদের শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কিংবদন্তিকে স্মরণ করেন। ম্যাচে প্রথম গোল করা ভিনিসিউস জুনিয়র বলেন, পেলের জন্য তারা এবারের বিশ্বকাপ জিততে চান।

দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারানোর পর একটি ব্যানার হাতে দাঁড়িয়ে যান নেইমার-রিচার্লিসনরা। সেখানে লেখা পেলে এবং পাশে একটি উদযাপনের ছবি।

ম্যাচ শেষে পেলেকে শ্রদ্ধা জানান ভিনিসিউস এবং তার জন্য বিশ্বকাপ জয়ের বাসনা ব্যক্ত করেন। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ‘আমি পেলেকে বড় আলিঙ্গন পাঠাতে চাই। এই জয় তার জন্য। আমি আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে এবং তিনি এই কঠিন সময় থেকে বেরিয়ে আসবেন। আমরা তার জন্য চ্যাম্পিয়ন হতে পারি।’

এই ম্যাচ হাসপাতাল থেকে দেখেছেন শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত পেলে। ম্যাচ শুরুর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় উজ্জীবিত করেন নেইমারদের, ‘আমি হাসপাতালে আছি, এখান থেকেই ম্যাচ দেখবো। আমরা একসঙ্গে এই পথচলায় আছি। আমাদের ব্রাজিলকে শুভকামনা।’

ম্যাচ শেষে নেইমার বলেন, ‘পেলে যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে কথা বলা কঠিন। কিন্তু আমি তার দ্রুত সুস্থতা কামনা করি। আমি আশা করি আমরা জেতায় এবং ম্যাচ শেষে ব্যানার নিয়ে জয় উৎসর্গ করায় অন্তত আজকে তিনি ভালো বোধ করছেন।’

স্টেডিয়াম ৯৭৪-এ এদিন পেলের অসংখ্য ব্যানার ও ১০ নম্বর জার্সি নিয়ে হাজির হন ব্রাজিলিয়ান সমর্থকরা এবং প্রতি অর্ধের দশম মিনিটে কিংবদন্তির নাম ধরে চিৎকার করেন। 

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়