ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশকে ধন্যবাদ দিলো আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ২০ ডিসেম্বর ২০২২  
বাংলাদেশকে ধন্যবাদ দিলো আর্জেন্টিনা

তিন যুগ পর বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ সৌদি আরবের মতো দলের কাছে হেরে শুরু করলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। টানা ছয় ম্যাচ জিতে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তোলে তারা।

বিশ্বকাপ জিতে ইতোমধ্যে দেশে ফিরেছেন মেসি-ডি মারিয়ারা। তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

আরো পড়ুন:

ধন্যবাদ জানিয়ে তারা লিখে, ‘ধন্যবাদ বাংলাদেশ। ধন্যবাদ কেরালা, ভারত, পাকিস্তান। তোমাদের সমর্থন ছিল অসাধারণ।’

বিশ্বকাপ শুরু হওয়ার আগ থেকেই বাংলাদেশে শুরু হয় বিশ্বকাপ জ্বর। বিভিন্ন দেশের সমর্থকরা তাদের প্রিয় দলের জার্সি কিনে, পাতাকা টাঙিয়ে সমর্থন জানান দেয়। সমর্থন জানান দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনার সমর্থকরা। সেটা নজর এড়ায়নি ফিফা, আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের।

বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের খেলা দেখার ছবি ফিফার অফিসিয়াল টুইটার পেইজেও প্রকাশিত হয়েছিল। খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও। সেটি অবশ্য দৃষ্টি এড়ায়নি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের। সেই ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছিল তারা।

বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের প্রাণ উজাড় করা সমর্থন সম্পর্কে জেনেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। সেটা জেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন তিনি।

বিশ্বকাপ শেষ হওয়ার পর স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার সময় বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছিলেন লিওনেল মেসির মা, স্ত্রী ও ভাইয়েরা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়