ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একটুর জন্য রক্ষা পেলেন মেসি-পারেদেসরা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ২১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১১:১৩, ২১ ডিসেম্বর ২০২২
একটুর জন্য রক্ষা পেলেন মেসি-পারেদেসরা

কাতারে তৃতীয় ফিফা বিশ্বকাপ শিরোপা জয়ের পর বুয়েন্স আয়ার্সে পৌঁছে বীরোচিত সংবর্ধনা পেলেন আর্জেন্টিনা ফুটবল দল। লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াদের দেখতে লাখ লাখ লোকের সমাগম হয়েছিল রাজধানীতে। তবে আকস্মিক দুর্ঘটনায় এই উদযাপন মাটি হয়ে যেতে পারতো। অল্পের জন্য রক্ষা পেলেন মেসিসহ পাঁচ খেলোয়াড়

প্যারেড বাসের একেবারে উঁচুতে বসে ছিলেন মেসি, রদ্রিগো ডি পল, নিকোলাস ওটামেন্ডিস, লিয়ান্দ্রো পারেদেস ও ডি মারিয়া। বাস চলন্ত অবস্থায় একটি মোটা তারের মুখোমুখি হন তারা। কোনো রকমে নিজেদের বাঁচান মেসিরা। তারের সঙ্গে লাগলে বাস থেকে পড়েও যেতে পারতেন তারা।

আরো পড়ুন:

পারেদেস ছিলেন ডানপাশে বসা। তারের কাছাকাছি যেতে চিৎকার করে সবাইকে মাথা নিচু করতে বলেন তিনি। অবশ্য তার ক্যাপটা খুলে পড়ে যায়। মেসি মাঝে বসে ছিলেন। পরে তাকে হাসতে দেখা যায়। ওই ঘটনায় এক সাংবাদিক লিখেছেন, ‘পারেদেস এইমাত্র তার ক্যাপ হারালো। কী একটা মুহূর্ত, সাবধানে থাকো ছেলেরা।’

 ফুটবল ইস্পানা এক পোস্টে লিখেছে, ‘আর্জেন্টিনা তাদের বীরদের পেলো কিন্তু বাসে দুর্ঘটনার খুব কাছে ছিল তারা।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়