ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সূর্যকুমার-ওয়াশিংটন ঝড় থামিয়ে নিউ জিল্যান্ডের দারুণ জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৬, ২৭ জানুয়ারি ২০২৩   আপডেট: ২৩:২৭, ২৭ জানুয়ারি ২০২৩
সূর্যকুমার-ওয়াশিংটন ঝড় থামিয়ে নিউ জিল্যান্ডের দারুণ জয়

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতের মাটিতে দারুণ জয় পেয়েছে নিউ জিল্যান্ড। ভারতকে হারিয়েছে ২১ রানে।

রাঁচিতে নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে। জবাবে সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দর ঝড় তুলেও জয়ের নাগাল পাননি। ৯ উইকেট হারিয়ে তারা থামে ১৫৫ রানে। আর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া নিউ জিল্যান্ড পায় দারুণ জয়।

বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করে ভারতের টার্গেট কঠিন করে তোলেন নিউ জিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার ও লোকি ফার্গুসন। তারা তিনজনই দুটি করে উইকেট নেন।

সূর্যকুমার ৩৪ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৪৭ রান করেন। আর ওয়াশিংটন সুন্দর মাত্র ২৮ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। এর বাইরে হার্দিক পান্ডিয়া ২০ বলে ২১ ও দীপক হুদা ১০ রান করেন।

তার আগে নিউ জিল্যান্ডের ইনিংসে ফিফটি করেন ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল। কনওয়ে ৩৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫২ রান করে আউট হন। তবে ড্যারিল ৩০ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাদের দুজনের বাইরে ফিন অ্যালেন ২৩ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৩৫ রান করেন।

বল হাতে ভারতের ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ২২ রান দিয়ে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন ড্যারিল মিচেল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়