সাদমান-ফজলে রাব্বীর ব্যাটে প্রথম দিন সাউথ জোনের

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে আজ শনিবার থেকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। ফাইনালে সেন্ট্রাল জোনের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে সাউথ জোন। আর সেটা সম্ভব হয়েছে সাদমান ইসলাম ও ফজলে মাহমুদের ব্যাটে ভর করে।
ব্যাট করতে নেমে ৪৬ রানে পিনাক ঘোষের (১৬) উইকেট হারায় সাউথ জোন। ৮৮ রানের মাথায় ফেরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়ও (২৩)। ৯৭ রানের মাথায় অমিত হাসান ডাক মেরে আউট হলে শতরানের আগেই ৩ উইকেট হারিয়ে বসে সাউথ জোন।
এরপরের গল্পটুকু কেবলই সাদমান ও ফজলে মাহমুদের। চতুর্থ উইকেট জুটিতে তারা দুজন ১৩৭ রানের জুটি গড়েন। এ যাত্রায় সাদমান তুলে নেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি। ২৬৫ বল খেলে ১৮টি চার ও ১ ছক্কায় ১৩০ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেন তিনি। তার সঙ্গে ফজলে মাহমুদ ১৫২ বল খেলে ৫ চারে ৫৫ রান তুলে মাঠ ছাড়েন। তারা দুজন আগামীকাল রোববার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
বল হাসে সেন্ট্রাল জোনের হাসান মুরাদ ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন আবু হায়দার রনি।
ঢাকা/আমিনুল
আরো পড়ুন