ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার শতকে বিসিএল রাঙালেন মুর্শিদা 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:৫৭, ২৭ ডিসেম্বর ২০২৪
এবার শতকে বিসিএল রাঙালেন মুর্শিদা 

মুর্শিদা খাতুন

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) এবার সেঞ্চুরির দেখা পেলেন মুর্শিদা খাতুন। এর আগে সেঞ্চুরি করেছেন নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক ও দিলারা আক্তার দোলা। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজশাহীতে ইস্ট জোনের বিপক্ষে সেঞ্চুরির দেখা পান সেন্ট্রাল জোনের মুর্শিদা। ১৮১ বলে ১৩টি চারের মারে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এই বাঁহাতি ব্যাটার। 

আরো পড়ুন:

শেষ পর্যন্ত ১২২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুর্শিদা। ১৬টি চারের মারে ২২২ বলে এসব রান করেন তিনি। 

ইস্ট জোনের ৩৫৪ রানের জবাবে মুর্শিদার ব্যাটে ভর করে ২ উইকেটে ২৪২ রানে দিন শেষ করে সেন্ট্রাল জোন। তার সঙ্গে ৬৪ রানে অপরাজিত আছেন জ্যোতি। 

অপর ম্যাচে দ্বিতীয় ইনিংসে ভুগছে নর্থ জোন। সাউথ জোনের বিপক্ষে ১৮ রানে এগিয়ে থেকে ব্যাটিং করতে নেমে ৯৫ রান তুলতেই হারিয়ে ফেলে ৪ উইকেট। সোবহানা মোস্তারি ২১ ও রিতু মণি ৭ রানে অপরাজি থেকে দিন শেষ করেছেন। 

ঢাকা/রিয়াদ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়