ঢাকা     শুক্রবার   ০৪ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৯ ১৪৩১

ঘরের মাঠে রাশিয়ায় ধরাশায়ী বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২২ মার্চ ২০২৩   আপডেট: ২০:৫৪, ২২ মার্চ ২০২৩
ঘরের মাঠে রাশিয়ায় ধরাশায়ী বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ম্যাচে ভুটানকে তারা ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল। আজ বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউরোপিয়ান প্রতিপক্ষ রাশিয়ার মুখোমুখি হয়। এই ম্যাচ নিয়ে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা রোমাঞ্চিত থাকলেও মাঠে নিজেদের মেলে ধরতে পারেনি। রাশিয়ার কাছে ধরাশায়ী হয়েছে ৩-০ গোলে।

প্রথমার্ধেই বাংলাদেশ পিছিয়ে পড়ে ২-০ গোলে। বিরতির পর হজম করে আরও একটি গোল। রাশিয়ার হয়ে জোড়া গোল করেন তাদের অধিনায়ক এলিনা গোলিক। অপর গোলটি করেন আনাস্থাসিয়া কারাতায়েভা।

এবারের অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাঁচটি দল অংশ নিয়েছে। দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও আমন্ত্রিত রাশিয়া।

আরো পড়ুন:

খেলা লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়