বিশ্রাম না নিয়েই মাঠে তামিম-মুশফিক-ইয়াসির
জাতীয় দলের ব্যস্ততা শেষ হতেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিসিএল) খেলতে নেমে গেছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। তাদের সঙ্গে আছেন ওয়ানডে দলের আরেক সদস্য ইয়াসির আলী চৌধুরী রাব্বি।
তিনজন এবার খেলছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। গতকাল রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ঢাকায় আসেন তামিম-মুশফিকরা। আর আজ মাঠে নেমে যান মোহামেডান স্পোর্টিং লিমিটেডের বিপক্ষে। তামিম-মুশফিকসহ রাব্বিকে নিয় একাদশ সাজিয়েছে প্রাইম ব্যাংক।
আইরিশদের বিপক্ষে গতকাল একাদশে তামিম-মুশফিক ছিলেন। ইয়াসির বাদ পড়েন মেহেদি হাসান মিরাজ ফেরায়। শুধু ওয়ানডে দলে থাকা সদস্যরা এখন থেকে ঢাকা লিগ খেলতে পারবেন।
২৭ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি দলে থাকা সদস্যদের ঢাকা লিগে এপ্রিলের শুরু ছাড়া পাওয়া যাবে না। একমাত্র টেস্ট শেষ হবে ৮ এপ্রিল। এরপরই মূলত জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজাতে পারবে ক্লাবগুলো। আইপিএল খেলতে যাওয়া সাকিব-লিটন-মোস্তাফিজ ছাড়া পাওয়া যাবে সবাইকেই।
রিয়াদ/আমিনুল