ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিটনের হাতে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার, সাবিনা পপুলার চয়েজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ২৮ মে ২০২৩   আপডেট: ১৯:৫৭, ২৮ মে ২০২৩
লিটনের হাতে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার, সাবিনা পপুলার চয়েজ

দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন লিটন দাস। এছাড়া বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড।

১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় রোববার ২০২২ সালের পুরস্কার জমকালো আয়োজনে প্রদান করে বিএসপিএ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

বর্ষসেরা ক্রীড়াবাদি হয়ে লিটন দাস বলেন, ‘এ রকম একটা পুরস্কার পাওয়া ভাগ্যের এবং সম্মানের। আমরা দেশের জন্যই খেলি। এরকম পুরস্কার আমাদেরকে আরও ভালো খেলার জন্য অনুপ্রাণিত করে। দোয়া করবেন, পরেরবার যেন আরও ভালো করতে পারি; পুরস্কারের মঞ্চে আবার আসতে পারি।’

সাবিনা খাতুন বলেন, ‘যে কোনো পুরস্কারই আমাদেরকে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। বিএসপিএর এই পুরস্কার পেয়ে আমি খুশি। আগামীতে আরও ভালো করার জন্য এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘এই অনুষ্ঠানে আমি আগেও এসেছি। দিন দিন এই অনুষ্ঠানের কলেবর আরও বড় হচ্ছে। জাকজমকপূর্ণ হচ্ছে। বিএসপিএ বাংলাদেশের ক্রীড়া সংবাদিকতাকে একটা নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। তারা এশিয়ার ক্রীড়া সাংবাদিক সংগঠন হয়েছে। এই অর্জনে আমিও গর্বিত।’

২০২২ সালের পুরস্কার প্রাপ্তদের তালিকা:
বর্ষসেরা ক্রীড়াবিদ: লিটন দাস (ক্রিকেট);
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাবিনা খাতুন (ফুটবল);
বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): লিটন দাস,
বর্ষসেরা ক্রিকেটার (নারী): নিগার সুলতানা জ্যোতি,
বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল), 
বর্ষসেরা ফুটবলার (নারী): সাবিনা খাতুন, 
বর্ষসেরা আর্চার: নাসরিন আক্তার,
বর্ষসেরা হকি খেলোয়াড়: আশরাফুল ইসলাম,
বর্ষসেরা অ্যাথলেট: ইমরানুর রহমান,
বর্ষসেরা কোচ: গোলাম রব্বানী ছোটন (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল),
উদীয়মান ক্রীড়াবিদ: নাফিজ ইকবাল (টেবিল টেনিস), সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন),
তৃণমূলের সংগঠক: আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)।

বিশেষ সম্মাননা: সুমিতা রানী (হার্ডলার),
সেরা সংস্থা: বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং
বিশেষ সংবর্ধনা: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল।

ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়