ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রতিপক্ষকে ভয় না করে খেলতে হবে নিজেদের সেরাটা 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ৩ জুন ২০২৩   আপডেট: ১৮:৪১, ৩ জুন ২০২৩
প্রতিপক্ষকে ভয় না করে খেলতে হবে নিজেদের সেরাটা 

প্রায় মাস খানেক বিরতির পর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সংস্করণ টেস্ট আর প্রতিপক্ষ আফগানিস্তান বলে এই নিয়ে আলোচনা হচ্ছে বেশ। কারণ ক্রিকেটের অভিজাত সংস্করণে প্রথম দেখায় আফগানদের কাছে হারের স্মৃতি যে এখনো দগদগে।

তবে সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান জানিয়েছেন, আফগানদের শক্তি নিয়ে মাতামাতি না করে তাদের ভয় না পেয়ে নিজেদের সেরাটা খেললেই বাংলাদেশ ভালো করবে। ‘আমার মনে হয়, অন্যদের বোলার কে কী করছে, অন্যদের শক্তি কী তা না করে নিজেদের দিকটা চিন্তা করি তাহলে আমরা ভালো করব।’

১৪ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। আকরাম জোর দিচ্ছেন ক্রিকেটারদের অ্যাপ্রোচের দিকে। তার মতে উইকেট যেমন তেমন হোক অ্যাপ্রোচ ঠিক থাকলে আসবে সাফল্য।

‘আমার মনে হয়, উইকেটের চেয়ে দলের অ্যাপ্রোচটা কেমন থাকে সেটা গুরুত্বপূর্ণ। আপনি ভালো উইকেটেও হারতে পারেন, খারাপ উইকেটেও জিততে পারেন’-এভাবেই বলেন আকরাম।

প্রতিপক্ষ দলে আছে রশিদ খান-মুজিব উর রহমানদের মতো রহস্যময়ী স্পিনার। তাদের নিয়েও আকরাম তেমন চিন্তিত নন। ‘রশিদ খান অবশ্যই ভালো বোলার এবং সে কিন্তু টি-টোয়েন্টিতে ভালো করে। ওয়ানডে ও টেস্টে কিন্তু ওরকম আহামরি পারফরম্যান্স নাই। টি-টোয়েন্টিতে প্রত্যেকটা বল রানের জন্য খেলতে হয়, সুযোগ নিতে হয়। তো আপনি যদি সতর্কতার সঙ্গে খেলেন, অত কষ্ট হবে না।’

সবমিলিয়ে নিজেদের সেরাটা খেললে বাংলাদেশ ভালো করবে বললেও আকরাম আফগানদের ছোট করে দেখছেন না, ‘আফগানিস্তানকে কোনোভাবে ছোট করে দেখার নেই। ওদের কোয়ালিটি ক্রিকেটার, বোলার অনেক আছে। ব্যাটসম্যান যারা আছে ওদের ধারাবাহিকতা অনেক ভালো।’

ঢাকা/রিয়াদ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়