ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তাসকিনকে ইয়র্কশায়ারের প্রস্তাব, বিসিবির ‘না’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৬ জুন ২০২৩   আপডেট: ১৫:১৮, ৬ জুন ২০২৩
তাসকিনকে ইয়র্কশায়ারের প্রস্তাব, বিসিবির ‘না’

ওয়ানডে বিশ্বকাপ আগে তাসকিন আহমেদকে পেতে চেয়েছিল ইংলিশ ক্লাব ইয়র্কশায়ার। তাদের লাল বলের প্রতিযোগিতায় কয়েকটি ম‌্যাচ খেলার প্রস্তাত এসেছিল তাসকিনের আছে। কিন্তু বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। এজন‌্য তাসকিনকে কাউন্টিতে খেলার অনুমতি দেবে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে কাজ করা ওটিস গিবসন কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের বর্তমান কোচ। গিবসনই তাসকিনকে পেতে আগ্রহ দেখিয়েছিল। এজন‌্য সরাসরি বিসিবির সঙ্গে গিবসনই যোগাযোগ করেছিলেন। কিন্তু বিসিবি সময় নিয়ে গিবসনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ‌্যমে বলেছেন, ‘হ্যাঁ, ইয়র্কশায়ার তাকে খেলাতে চেয়েছিল কিন্তু আমরা তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। বিশ্বকাপের আগে কাউন্টিতে লাল বলের ক্রিকেট খেলে সে ক্লান্ত হোক, আমরা তা চাই না।’

তাসকিনকে যত্ন করে ব‌্যবহার করার কথাও বলেছেন জালাল ইউনুস, ‘সে কেবলই ইনজুরি থেকে সুস্থ হয়েছে। আমাদের টেস্ট স্কোয়াডেও আছে এবং তাকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে।’

ঘরের মাঠে আয়ারল‌্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েন তাসকিন। এরপর আয়ারল‌্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি তার। পুনর্বাসন শেষে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে তাকে ফেরানো হয়েছে। পুরো ছন্দে নিয়মিত মিরপুরে বোলিং করছেন ডানহাতি পেসার। মাঠে ফিরতে মুখিয়ে থাকা এ ক্রিকেটার জানিয়েছিলেন, ‘চোটের কারণে দলের বাইরে থাকার স্বাদটা কখনোই আনন্দদায়ক নয়। ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ২০১৯ বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম, ওই মুহূর্তটা খুব দুঃখজনক ছিল আমার জন্য। তবে এখন বুঝতে পারি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তারপর নিজের ওয়ার্ক-এথিকস, প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন এসেছে। ক্রিকেটার হিসেবে যা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আল্লাহর রহমতে অনেক ভালো প্রক্রিয়ার মধ্যে আছি। একটা আত্মবিশ্বাস থাকে যে আমি নিজের শতভাগ দিচ্ছি এ ক্ষেত্রে। তাই ভালো কিছু হবে আশা করছি।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়