ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চ্যাম্পিয়নশিপ নয়, মেয়েদের চোখ ভালো ক্রিকেটে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ৯ জুন ২০২৩  
চ্যাম্পিয়নশিপ নয়, মেয়েদের চোখ ভালো ক্রিকেটে

‘এরকম (চ্যাম্পিয়নশিপ) কোনো লক্ষ্য নেই। একটাই লক্ষ্য আমরা ভালো ক্রিকেট খেলব’- নারী ইমার্জিং এশিয়া কাপে এভাবে নিজেদের লক্ষ্যর কথা বলেছেন নারী ইমার্জিং দলের অধিনায়ক লতা মণ্ডল। আজ শুক্রবার (৯ জুন) দিবাগত রাত ২টায় আয়োজক দেশ হংকয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

বৃষ্টিস্নাত শুক্রবারে বিসিবি একাডেমি ভবনের সামনে ইমার্জিং দলের আনুষ্ঠানিক ফটোসেশন হয়। সেখানে টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্বের দায়িত্ব পাওয়া লতা জানান নিজেদের লক্ষ্যের কথা। কদিন আগেই নারী ঢাকা লিগে সেঞ্চুরি হাঁকানো লতা ঘুরেফিরে বলছেন ভালো ক্রিকেট খেলার কথা।

১২ জুন মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের পথচলা। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা-আরব আমিরাত। লতা বলেন, ‘সহজ বা কঠিন এটা আসলে বলতে পারব না, ওখানে যাওয়ার পর বুঝতে পারব। আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। মাত্র প্রিমিয়ার লিগ খেলছিলাম, এখনো চলছে। আমরা যেহেতু খেলার মধ্যে ছিলাম, ক্যাম্পেও ছিলাম, প্রস্তুতি ভালো বাকিটা আপনাদের দোয়া’

চলমান নারী ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিং করেছেন লতা। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির নেতৃত্ব দেওয়া লতা এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। ১ সেঞ্চুরি ২ ফিফটিতে ৮৫.৭৫ গড়ে তার রান ৩৪৩। নিজেদের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ক্যাম্পে ছিলাম, ম্যাচে ছিলাম, দলগতভাবে ভালো। আমাদের স্পিন, পেস দুই বিভাগই ভালো, খুবই ভালো।’

‘আমি যেহেতু এখন একটা দায়িত্ব পেয়েছি দলের, এটা আমার জন্য একটা বড় কাজ ভালো করা দলটাকে নিয়ে যাওয়া। আমরা আসলে যাচ্ছি মূলত ভালো ক্রিকেট খেলতে, বাকিটা আসলে জানি না কী হবে’- অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা এভাবেই বলছেন লতা।

তুলনামূলকভাবে বাংলাদেশ পড়েছে সহজ গ্রুপে। একমাত্র শ্রীলঙ্কা বাংলাদেশের হুমকি হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে ‘এ’ গ্রুপে পড়েছে প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। অন্য দুই দল হলো স্বাগতিক হংকং-নেপাল।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়