ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ সিদ্ধান্ত কমিটির প্রধান বিলাওয়াল ভুট্টো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ২ আগস্ট ২০২৩   আপডেট: ২২:৩৭, ২ আগস্ট ২০২৩
পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ সিদ্ধান্ত কমিটির প্রধান বিলাওয়াল ভুট্টো

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান অংশ নিবে কি নিবে না এবং নিলেও ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গঠিত এই কমিটির সদস্য ১৪ জন। আর সেটার প্রধান করা হয়েছে এফএম বিলাওয়াল ভুট্টোকে। তিনিই মিটিংয়ে সভাপতিত্ব করবেন। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরাফও থাকবেন।

পাকিস্তান এই বিশ্বকাপে আদৌ অংশ নিবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিবে কমিটি। এছাড়া অংশ নিলেও ভারতের বিপক্ষের হাইভোল্টেজ ম্যাচে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিবে।

আরো পড়ুন:

১৪ সদস্যের কমিটিতে বিলাওয়াল ভুট্টো, জাকা আশরাফ ছাড়াও রয়েছেন- বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, আইন মন্ত্রী, আন্তঃপ্রদেশ সমন্বয় মন্ত্রী, তথ্য ও সম্প্রচার, কাশ্মির বিষয়ক উপদেষ্টা, সংস্থাপন উপদেষ্টা, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন সংস্থা ও এজিন্সির প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।

সভা শেষে কমিটি তাদের সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে জমা দিবে। সেটার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে পাকিস্তান বিশ্বকাপে খেলতে কি খেলবে না।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়