ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা
যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
বর্তমান প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার তাদের অবস্থানে অটল রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি আশা প্রকাশ করেন, “এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে যৌক্তিকভাবে উপস্থাপন করা সম্ভব হবে।”
বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন উপদেষ্টা।
বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসিফ নজরুল বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সামগ্রিক নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই তবে নিরাপদ পরিবেশে। যেহেতু শ্রীলঙ্কাও আয়োজক দেশ, সেখানে খেলতে আমাদের আপত্তি নেই।”
তিনি আরো বলেন, “ভারতে না খেলার বিষয়ে আমরা আমাদের অবস্থানে দৃঢ়। কেন এই সিদ্ধান্ত, সেটি আমরা আইসিসিকে যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করতে পারব বলে বিশ্বাস করি। আইসিসি যদি নিরপেক্ষভাবে আমাদের উদ্বেগগুলো বিবেচনা করে, তাহলে আমরা কষ্টার্জিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাব বলে আশা রাখি।”
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে উদ্বেগ জানায় বাংলাদেশ। এই বিষয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অবহিত করেছে।
ঢাকা/এএএম/এসবি