ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে প্রথমবার অংশ নিতে যাচ্ছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ৫ আগস্ট ২০২৩  
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে প্রথমবার অংশ নিতে যাচ্ছে পাকিস্তান

সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে ২০২০ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি সিরিজ। তবে এই সিরিজে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। এতোদিন এই সিরিজটি ভারতে অনুষ্ঠিত হলেও এবারের আসটি হবে ইংল্যান্ডে।

আগামী মাসে অনুষ্ঠিত হবে সাবেক তারকাদের এই ক্রিকেট টুর্নামেন্ট। তবে এখনো দিন-তারিখ চূড়ান্ত হয়নি। তবে এই সিরিজ আয়োজনে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অনুমোদন পাওয়া গেছে।

আরো পড়ুন:

তবে জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয়ে তিন সপ্তাহ চলবে এবারের আসর। গেল বছর আটটি দল অংশ নিলেও এবার অংশ নিতে যাচ্ছে নয়টি।

২০২০-২০২১ সালে অনুষ্ঠিত হয়েছিল রোড সেফটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম আসর। এরপর ২০২২ সালে মাঠে গড়ায় দ্বিতীয় আসর।

প্রথম দুই আসরের দুটিতেই চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়ান লিজেন্ডস দল। দুবারই তারা ফাইনালে হারিয়েছিল শ্রীলঙ্কা লিজেন্ডসকে।

শচীন টেন্ডুলকার, কেভিন পিটারসন, সনাথ জয়সুরিয়া, শেন ওয়াটসন, তিলকারত্নে দিলশান, যুবরাজ সিং, ব্রায়ন লারা, জন্টি রোডস ও শেন বন্ডের মতো তারকারা অংশ নিয়েছিলেন এই টুর্নামেন্টে।

ভারত ও পাকিস্তান সরকারের মধ্যে বৈরি সম্পর্কের কারণে আগের দুই আসরে অংশ নেয়নি পাকিস্তান। তাছাড়া দুটি আসরই হয়েছিল ভারতে। সে কারণে সেখানে দল পাঠানোর অনুমতি পায়নি পাকিস্তান। এবার অবশ্য তারা অনুমতি পেয়েছে ইংল্যান্ডে দল পাঠানোর। পাকিস্তান অংশ নেওয়ায় এই টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা নিঃসন্দেহে অনেকখানি বেড়ে যাবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়