ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ লন্ডন যাচ্ছেন ইবাদত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২৮ আগস্ট ২০২৩   আপডেট: ১৫:৫৬, ২৮ আগস্ট ২০২৩
আজ লন্ডন যাচ্ছেন ইবাদত

আগফানিস্তান সিরিজে হাঁটুতে চোট পেয়েছিলেন জাতীয় দলের পেসার ইবাদত হোসেন। চিকিৎসা করাতে আজ লন্ডন যাচ্ছেন এ পেসার। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি আরও জানান, ইতোমধ্যে লন্ডনে একজন ডাক্তারের অ্যাপয়েনমেন্টও নেওয়া হয়েছে। আগামীকাল অ্যাপয়েনমেন্ট। সার্বিক বিষয় দেখাশোনার জন্য ইবাদতের সঙ্গে একজন ফিজিও যাচ্ছেন।

আরো পড়ুন:

চোটমুক্ত না হওয়ায় এশিয়া কাপের ১৭ সদস্যের দল থেকে ছিটকে যান ইবাদত। তার পরিবর্তে দলে অন্তর্ভূক্ত হয়েছেন পেসার তানজীম হাসান সাকিব।

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ পায়ে চোট পেয়েছিলেন ইবাদত। এরপর চলছিল তার পুনর্বাসন প্রক্রিয়া। কিন্তু পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়