ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক নজরে এশিয়া কাপের ছয় দলের স্কোয়াড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ২৯ আগস্ট ২০২৩   আপডেট: ২০:৫১, ২৯ আগস্ট ২০২৩
এক নজরে এশিয়া কাপের ছয় দলের স্কোয়াড

আগামীকাল পর্দা উঠতে যাচ্ছে ‘উপমহাদেশীয় বিশ্বকাপ’ খ্যাত এশিয়া কাপের। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য এই আসরে এবার অংশগ্রহণ করছে ছয়টি দল। সব দলই নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়ে এশিয়া কাপ মিশনে নামবে। বল মাঠ গড়ানোর আগে আরেকবার দলগুলোর দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।

বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম  ও তানজিম হাসান সাকিব।

আরো পড়ুন:

ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সুর্যকুমার যাদব, তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণা ও সাঞ্জু স্যামসন (রিজার্ভ)।

পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মো. ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, সৌদ শাকিল ও তায়েব তাহির (রিজার্ভ)।

শ্রীলঙ্কা দল:
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক,) চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দাসুন হেমন্ত, বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মদুশান।


আফগানিস্তান দল:
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রিয়াজ হাসান, ইকরাম আলী খিল, গুলবাদিন নায়েব, করিম জানাত, আবদুল রহমান, রশিদ খান, শরফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, সুলেমান সাফি ও ফজলহক ফারুকি।

নেপাল দল:
রোহিত পাউডেল (অধিনায়ক), কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), ভীম শারকি, কুশল মাল্লা, আরিফ শেখ, দীপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, সোমপাল কামি, করণ কেসি, সন্দীপ লামিছানে, ললিত রাজবংশী, প্রতিশ জিসি , মৌসম ধাকাল, সুনদীপ জোরা, কিশোর মাহাতো ও অর্জুন সৌদ।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়