ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ১১ সেপ্টেম্বর ২০২৩  
দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড

প্রথম ওয়ানডেতে নিউ জিল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে জশ বাটলারের দল। অল্প রানের লক্ষ্য দিয়েও চার ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৯ রানের জয় পেয়েছে ইংলিশরা। এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে তারা।

রোববার (১০ সেপ্টেম্বর) সাউদাম্পটনে বৃষ্টির কারণে ম্যাচ কমিয়ে আনা হয় ৩৪ ওভারে। ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৩৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৬ রান তোলে ইংল্যান্ড। জবাবে দিতে নেমে ২৬.৫ ওভারে ১২৬ রানেই গুটিয়ে যায় টম লাথামের দল।

ব্যাট করতে নেমে এদিন ২৮ রানেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে বসে ইংল্যান্ড। এক পর্যায়ে সেটা গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ৫৫-তে। এরপর ইংল্যান্ডকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলেন লিয়াম লিভিংস্টোন। তার ক্যারিয়ারসেরা অপরাজিত ৯৫ রানের সুবাদে ৭ উইকেটে ২২৬ রান তোলে ইংল্যান্ড।

রান তাড়ায় নেমে ইংল্যান্ডের মতো মতোই অবস্থায় পড়ে নিউ জিল্যান্ড। ৫৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। তবে এক প্রান্ত আগলে আশা বাঁচিয়ে রেখেছিলেন ড্যারিল মিচেল। এ ম্যাচেও ফিফটি উপহার দেন এই ব্যাটার।

২৬তম ওভারে তিনি আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। গুটিয়ে যায় ১৪৭ রানে। রিচ টপলি–ডেভিড উইলি–মঈন আলীদের দুর্দান্ত বোলিংয়ে ৩৬ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ১৪৭ রানে।

বুধবার সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে লন্ডনের ওভালে।


সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৩৪ ওভারে ২২৬/৭ (লিভিংস্টোন ৯৫*, কারান ৪২)
নিউজিল্যান্ড: ২৬.৫ ওভারে ১৪৭/১০ (মিচেল ৫৭, ইয়াং ৩৩)
ফল: ইংল্যান্ড ৭৯ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: লিয়াম লিভিংস্টোন
সিরিজ: ৪ ম্যাচের সিরিজে ১–১ সমতা

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়