ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কার কাছে হার খুবই লজ্জাজনক: শোয়েব আখতার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১০:১৪, ১৫ সেপ্টেম্বর ২০২৩
শ্রীলঙ্কার কাছে হার খুবই লজ্জাজনক: শোয়েব আখতার

ফেভারিট হয়েই এশিয়া কাপে খেলতে নেমেছিল পাকিস্তান। সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছিল বাবর আজমের দল। কিন্তু সুপার ফোরে এসেই খেই হারিয়ে বসে দলটি। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ফাইনালের আগেই ছিটকে গেল সবুজ জার্সিধারীরা। এমন বিদায়কে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।

সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ২২৮ রানে হেরেছিল পাকিস্তান। এরপর গতকাল নিজেদের শেষ ম্যাচে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ বলে এসে শ্রীলঙ্কার কাছে ২ উইকেটের হার মেনে নেয় বাবরের দল।

আরো পড়ুন:

দলের এমন পারফরম্যান্স দেখে হতাশ হয়েছেন শোয়েব। এভাবে বিদায় নেওয়াটা মোটেই মানতে পারছেন না তিনি। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘বিশ্বকাপের আগে পাকিস্তানকে অনেক কিছু নিয়ে ভাবতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও বিচক্ষণতার পরিচয় দিতে হবে।’

পাকিস্তানের ছিটকে যাওয়া নিয়ে শোয়েব বলেন, ‘আপনারা ম্যাচ দেখেছেন। গোটা দুনিয়া পাকিস্তানকে ফাইনালে দেখতে চেয়েছিল। বাস্তবতা হচ্ছে পাকিস্তান এখন টুর্নামেন্টের বাইরে। ভারত-পাকিস্তানের ফাইনাল হতে পারতো। সে সুযোগ আর থাকলো না।’

পাকিস্তানের এমন বিদায়কে লজ্জাজনক উল্লেখ করে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত সাবেক এ ফাস্ট বোলার আরও বলেন, ‘এই হার খুবই লজ্জাজনক। পাকিস্তানের এভাবে টুর্নামেন্টের বাইরে চলে যাওয়া মোটেই ভালো দেখায় না। তবু পাকিস্তান বিশ্বকাপে ফেবারিট। আমি দলকে সমর্থন দেবো। তাদের জন্য শুভকামনা রইলো।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়