ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ২২ সেপ্টেম্বর ২০২৩  
ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। চ্যাম্পিয়ন, রানার্স আপ, সেমিফাইনালিস্ট ও গ্রুপপর্বের দল মিলিয়ে সর্বমোট ১ কোটি ডলার প্রাইজমানি থাকছে এবারের আসরে।

নিজেদের ওয়েবসাইটে আজ ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানির পরিমাণ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার (৪৩ কোটি ৮৯ লাখ টাকা)। রানার্স আপ দল পাবে ২০ লাখ ডলার (২১ কোটি ৯৪ লাখ টাকা)।

আরো পড়ুন:

সেমিফাইনাল থেকে বাদ পড়া প্রতি দল পাবে ৮ লাখ ডলার (৮ কোটি ৭৮ লাখ টাকা)। গ্রুপপর্বে বিদায় নেওয়া ছয়টি দল পাবে ১ লাখ ডলার (১ কোটি নয় লাখ টাকা)। গ্রুপপর্বেও থাকছে প্রাইজমানি। এই পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার (৪৩ লাখ ৮৯ হাজার টাকা)। 

চলতি বছরের জুলাইতে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হওয়া আইসিসির বার্ষিক সভায় দেওয়া ঘোষণা অনুযায়ী ছেলেদের বিশ্বকাপের সমপরিমাণ প্রাইজমানি থাকছে মেয়েদের বিশ্বকাপেও। ২০২৫ সালে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়