ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৩:১৫, ২২ সেপ্টেম্বর ২০২৩
পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

নানা নাটকীয়তার পর অবশেষে ঘোষণা করা হল পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড। এশিয়া কাপের দলটাই কিছু পরিবর্তন করে বিশ্বকাপের জন্য সাজিয়েছে পাকিস্তান। তবে চোটের কারণে দলে রাখা হয়নি নাসিম শাহকে। তার পরিবর্তে দীর্ঘদিন পর ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার হাসান আলী।

দলের ব্যাটিং বিভাগে নেতৃত্ব দিবেন অধিনায়ক বাবর আজম। তার সঙ্গে আছেন ফখর জামান, ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ এবং সালমান আগা। এছাড়াও থাকছেন দুই তরুণ মোহাম্মদ হারিস এবং মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিল।

আরো পড়ুন:

ভারতের মাটিতে স্পিনাররা দাপট দেখাতে পারেন। সেই ভাবনায় দলে অলরাউন্ডার কোটায় আছেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ। পার্ট টাইমার হিসেবে সালমান আগা এবং ইফতিখার আহমেদ। লেগ স্পিনে হাত ঘুরিয়ে ব্রেক থ্রু এনে দিতে পারবেন উসামা মীরও। 

বোলিং আক্রমণে নাসিম শাহ না থাকলেও দুর্দান্ত পেস অ্যাটাক নিয়ে বিশ্বকাপ যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের বিখ্যাত পেস আক্রমণের নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। দুই দিক থেকে তাকে সমর্থন করবেন হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম ও হাসান আলী।

বিশ্বকাপের আগে পাকিস্তান দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর ৬ অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট যাত্রা শুরু করবে বাবর আজমের দল।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আঘা, ওসামা মীর, সৌদ শাকিল ও হাসান আলী।

রিজার্ভ ক্রিকেটার: মোহাম্মদ হারিস, আবরার আহমাদ ও জামান খান।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়