ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে কারণে মেসিকে সংবর্ধনা দেয়নি পিএসজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২৩
যে কারণে মেসিকে সংবর্ধনা দেয়নি পিএসজি

কয়েকদিন আগে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বলেছিলেন, তার জীবনে সকল প্রাপ্তির মাঝেও একটা আফসোস রয়ে গেছে। তা হলো, বিশ্বকাপ জয়ের পর প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মাঠে সংবর্ধনা না পাওয়া। এ ব্যাপারে এবার মুখ খুলেছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি।

খেলাইফি জানিয়েছেন মেসিকে সংবর্ধনা না দেওয়ার কারণ। তিনি বলেছেন, ফ্রান্সের খেলোয়াড় এবং সমর্থকদের সম্মান জানাতেই পিএসজির মাঠে মেসির বিশ্বকাপ জয় উদযাপন করা হয়নি। কিন্তু অনুশীলনে এবং ব্যক্তিগতভাবে মেসিকে ঠিকই সম্মান জানানো হয়েছে।

আরো পড়ুন:

খেলাইফি বলেছেন, ‘সবাই দেখেছেন, আমরা (উদযাপনের) ভিডিও প্রকাশ করেছি। আমরা মেসির সঙ্গে অনুশীলনে উদযাপন করেছি এবং ব্যক্তিগতভাবেও সংবর্ধনার আয়োজন করেছি।’

তিনি আরও বলেন, ‘তবে আমরা ফরাসি ক্লাব। যে কারণে স্টেডিয়ামে উদযাপন করাটা অবশ্যই স্পর্শকাতর ছিল। যে দলটিকে সে হারিয়েছে, সেটার প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাবোধ থাকতে হবে। তার সতীর্থরা ফ্রান্স দলে খেলে আর আমাদের দলের সমর্থকেরাও ফ্রান্সের সমর্থক।’

এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে যথাযথ স্বীকৃতি না পাওয়া নিয়ে সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ‘দলের ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাবের পক্ষ থেকে স্বীকৃতি পাইনি। ব্যাপারটা বোধগম্যই। কারণ, আমাদের কারণেই ওরা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়